লকডাউনের মধ্যেও সোনার দামে কোন প্রভাব পড়ছে না। ক্রমশ মহার্ঘ্য হয়ে উঠছে সোনা। শুধুমাত্র মে মাসে সোনার বন্ড বিক্রি করে ১ হাজার ১৬৮ কোটি টাকা আয় করেছে ভারত। জানা গেছে, এই এক মাসে ২৫ লক্ষ ইউনিট বন্ড বিক্রি হয়েছে সোনার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, সভেরিয়ান গোল্ড বন্ড এটায় সরকারের সর্বোচ্চ আয়। ১১ মে থেকে ২৫ মে পর্যন্ত গোল্ড বন্ড সাবস্ক্রিপশনের জন্য খোলা রাখা হয়েছিল। এই সময় ১ ইউনিট গোল্ড বন্ডের দাম ছিল ৪ হাজার ৫৯০ টাকা। প্রসঙ্গত, এই এক ইউনিট গোল্ড বন্ডের ওজন ১ গ্রাম হয়।
এ মাসে এখনও পর্যন্ত ৩৯ ইউনিট গোল্ড বন্ড বিক্রি হয়েছে। এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে সোনা বিক্রি করে সবচেয়ে বেশি আয় হয়েছিল সরকারের। সেবার বিক্রি হয়েছিল ৩৫.৯৮ ইউনিট সোনা। জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত ১৭.৭৩ ইউনিট সোনা কিনেছিল বিনিয়োগকারীরা। আয় হয়েছিল ৮২২ কোটি টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশেষজ্ঞদের মতে, বাজারে অর্থ সংকটের পরিস্থিতি তৈরি হলে মানুষ সোনার উপর বিনিয়োগ করে। সোনা থেকে ৪০ শতাংশের কাছাকাছি রিটার্ন পাওয়া গেছে গত এক বছরে। মানুষ মনে করেন, সোনার উপর বিনিয়োগ সবচেয়ে সুরক্ষিত। তাই লকডাউনের মধ্যেও সোনার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। যার জেরে তরতর করে বেড়ে চলেছে সোনার দাম। আগামী ১২ মাসের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যা বর্তমানে ৪৭ হাজার টাকা।