দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছিল বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। দশমীর দিন চোখে জল নিয়ে উমাকে বিদায় দিয়েছে বঙ্গবাসী। তবে এবার পালা দিপাবলীর। আসলে চলতি মাস পুরোটাই উৎসবের মরশুম লেগেই থাকবে গোটা দেশজুড়ে। এই উৎসবের মরশুমে সাধারণত সকলেই সোনা রুপা কিনে থাকেন। কিন্তু চলতি বছরে দীপাবলীর আগে পরপর দাম বাড়ছে মহার্ঘ হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। যদিওবা বিশেষজ্ঞরা মনে করছে, দীপাবলীর সময় দাম কমতে পারে সোনা ও রুপোর। আজ, ৭ অক্টোবর সোনা ও রুপোর সর্বশেষ রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আজ ৭ অক্টোবর, ২০২২ শুক্রবার মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকাল ১০:১০ টায়, সোনার দাম ৩০ টাকা বা ০.০৬ শতাংশ হ্রাস পেয়েছে। দাম কম হয়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম হয়েছিল ৫১ হাজার ৯৪২ টাকা। অন্যদিকে রূপার দাম ১৮৫ টাকা বা ০.৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬১ হাজার ৫৩১ টাকা। তবে কিছুক্ষণ পরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজারের উপরে চলে যায় এবং গড় দাম প্রতি ইউনিট ৫১ হাজার ৯৬৮ টাকা রেকর্ড করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।