দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

Gold Price: সোনার দাম ছাড়ালো ৫৮,০০০ এর গণ্ডি, ‘আরও বাড়তে পারে দাম’, বলছেন বিশেষজ্ঞরা

কয়েকদিন আগে সোনার দাম ছিল ৫৬ হাজারের পর্যায়ে

×
Advertisement

চলতি মাসের শেষ দিকে দেশে বিয়ের মৌসুম শুরু হবে। বিয়ের মৌসুমে উপহার হিসেবে সোনার গয়না ব্যাপকভাবে দেওয়া হয়। মাসের শুরুর দিক থেকে সোনার দাম কমলেও আজ এক ধাক্কায় অনেকটাই দাম বেড়েছে এই মহামূল্যবান হলুদ ধাতুর। আজ সোনার দাম ৫৮ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কয়েকদিন আগে সোনার দাম ছিল ৫৬ হাজারের পর্যায়ে। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সোনার দামে ব্যাপক পরিবর্তন আসছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে তার প্রভাব দেখা যাচ্ছে অভ্যন্তরীণ বাজারেও। সোনার সাথে পাল্লা দিয়ে আজ দাম বেড়েছে রুপোরও।

Advertisements
Advertisement

দিল্লির বুলিয়ন বাজারে, সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪০০ টাকা বেড়ে ৫৮,০৪০ টাকা হয়েছে। একই সময়ে, গত ট্রেডিং সেশনে, সোনা প্রতি ১০ গ্রাম ৫৭,৬৪০ টাকায় বন্ধ হয়েছিল। রূপার দাম ৪৩০ টাকা কমে প্রতি কেজি ৬৭,৬০০ টাকায় বন্ধ হয়েছে। আন্তর্জাতিক বাজারে, সোনার দাম বেড়েছে প্রতি আউন্স ১৯২৮ ডলার, যেখানে রূপা কমেছে ২১.৮৭ ডলার প্রতি আউন্সে।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, আপনি ঘরে বসেও সোনার দাম চেক করতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, আপনি 8955664433 নম্বরে মিসড কল দিয়ে দাম চেক করতে পারেন। আপনি যে নম্বর থেকে মেসেজ করবেন সেই নম্বরেই আপনার মেসেজ আসবে। 

Advertisements
Advertisement

Related Articles

Back to top button