Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price Today: মধ্যবিত্তদের মুখে ফুটল হাসি, লক্ষ্মীবারে হু হু করে কমলো সোনা-রুপোর দাম

ওমিক্রনকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতীয় বাজারে দুর্বল থাকল সোনা। বিয়ের মরশুমে সোনার দাম অনেকটাই সাপ সিঁড়ির মতো ওঠা নামা করছে। দাম বাড়া-কমার মধ্যেই সোনা কেনার পরিকল্পনা করছেন মধ্যবিত্তরক।…

Avatar

By

ওমিক্রনকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতীয় বাজারে দুর্বল থাকল সোনা। বিয়ের মরশুমে সোনার দাম অনেকটাই সাপ সিঁড়ির মতো ওঠা নামা করছে। দাম বাড়া-কমার মধ্যেই সোনা কেনার পরিকল্পনা করছেন মধ্যবিত্তরক। আবার কেউ কেউ বিয়ের মরশুমে সোনার উপহার কিনবেন বলে ঠিক করছেন। এই সপ্তাহের শুরুতেই  ভারতীয় বাজারে অনেকটাই দাম কমেছে সোনার ধাতুর মূল্য। ১০ গ্রাম সোনার দাম এবার ৪৭ হাজারেরও নিচে ঠেকেছে।Gold Price Today: মধ্যবিত্তদের মুখে ফুটল হাসি, লক্ষ্মীবারে হু হু করে কমলো সোনা-রুপোর দামবিয়ের মরশুমে ফের দাম কমায় কিছুটা স্বস্তি মধ্যবিত্তের। বেশ কয়েকদিন ধরেই একনাগাড়ে লাগাতার দাম বেড়েছিল সোনার। এবার বিয়ের মরশুমে শুধু সোনা না হু হু কমছে রূপোর দাম। আজকাল রূপোর ট্রেন্ডি কিছু কালেকশনও সোনার মতো জায়গা করে নিয়েছে কলকাতা সহ দেশের অন্যান্য রাজতে সস্তা হয়েছে সোনা।  এই অগ্রহায়ণ মাসে সোনা ও রূপোর দাম দ্রুতগতিতে ওঠানামা করছে। যার ফলে চিন্তা বাড়ছিল সোনার ব্যবসায়ীদের। কারণ বিয়ের মরশুম পড়ে গিয়েছে। আর বিয়ের মরশুমে সোনার দাম আকাশছোঁয়া থাকলে তাহলে তা বেচা-কেনা নিয়ে একটা চিন্তা থেকেই যায়।Gold Price Today: মধ্যবিত্তদের মুখে ফুটল হাসি, লক্ষ্মীবারে হু হু করে কমলো সোনা-রুপোর দামএকনজরে আজকের সোনার দাম জেনে নেওয়া যাক।১. ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৭,১২০ টাকা। আর  ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১২০ টাকা।২. আর আজকে বাজারে ১ কেজি রূপোর দাম ৬০,৭০০  টাকাগত বছর করোনার দাপটে আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতের বাজারে রেকর্ড দাম হয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। সেই রেকর্ড স্তরের থেকে আপাতত ৮,৪০০ টাকার মতো কম আছে এই হলুদ ধাতুর দাম। যদিও করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে আর তাতে সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
About Author