নিউজদেশরাজ্য

Gold Price: ৬২,০০০ এর গণ্ডি পার করল সোনার দাম, অগ্নিমূল্যের জেরে কত হল সোনার দাম

মার্চ মাসে সোনার দাম প্রায় ৪ হাজার টাকা বেড়ে গিয়েছে

Advertisement
Advertisement

মার্চ মাসে তৃতীয় সপ্তাহে আগুন লেগেছে সোনার দামে। আর সেই জন্যই আচমকাই থমথমে হয়ে গিয়েছে কলকাতা বউবাজার সোনার দোকানগুলিতে। ব্যবসার ন্যূনতম ব্যস্ততারও দেখা মিলছে না। বেশিরভাগ দোকানেই কারিগরদের কাজ নেই। আসলে চড়া সুদের ধাক্কায় ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের জেরে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে মহামূল্যবান হলুদ ধাতুর দাম। আর এর প্রভাবে ভারতের বাজারে সোনার দামের অগ্নিমূল্য হাসি উড়িয়েছে মধ্যবিত্তদের।

Advertisement
Advertisement

আজ কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম এক ধাক্কায় ১৬০০ টাকা বেড়ে ৬০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। মার্চ মাসের শুরু থেকে প্রায় সোনার দাম ৪ হাজার টাকা বেড়ে গিয়েছে। গতকাল শনিবার সোনার দাম হয়েছে ৬০,৪৫০ টাকা। জিএসটি ধরে সোনার দাম হয়েছে ৬২,০০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট দশ গ্রাম সোনার দাম হয়েছে ৫৭,৩৫০ টাকা।

Advertisement

সোনার দামের এই উত্থানে মাথায় হাত ক্রেতা বিক্রেতার। এমনকি কিছু ছোট দোকানে তালা ঝোলার অবস্থা সৃষ্টি হয়েছে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবুল দে জানিয়েছেন যে দাম আরও বৃদ্ধির আতঙ্কে কিছু বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু তার শুধুমাত্র বড় বা মাঝারি দোকানে। ছোট দোকানে কারিগরদের করুণ অবস্থা। অনেক কারিগর মাছ বিক্রি বা দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button