Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হু হু করে দাম কমেছে সোনার, মুখে হাসি বিক্রেতাদের

করোনা আবহে দিনে দিনে কমছে সোনার দাম। উৎসবের মরশুমের আগে সোনার দামের কমতি বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে শুরু করেছে। এদিন এমসিএক্স ফিচারে সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৭১ টাকা। এদিন ১০ গ্রামের…

Avatar

করোনা আবহে দিনে দিনে কমছে সোনার দাম। উৎসবের মরশুমের আগে সোনার দামের কমতি বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে শুরু করেছে। এদিন এমসিএক্স ফিচারে সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৭১ টাকা। এদিন ১০ গ্রামের হিসাবে ০.১ শতাংশ কমতে শুরু করে সোনার দাম।

বিশ্ববাজারেও এদিন কমেছে সোনার দাম। বিশ্ববাজারে দাম কমে দাড়িয়েছে ১.৪ শতাংশ।সোনার পাশাপাশি পড়েছে রুপোর দাম এমসিএক্স ফিচারে পতন হয়েছে ০.০৫ শতাংশ। এক কেজিতে রুপোর দাম ৬৮, ২৮৭ টাকা হয়েছে। ২২ ক্যারেট প্রতি কলকাতায় সোনার দাম আজ ৪৯,৯৯০ টাকা ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যান্য শহরও ২২ ক্যারেটের দাম এমনই হারে বজায় রেখেছে আজ। কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৫২, ৬৯০টাকা হয়েছে।  চেন্নাইতে এদিন সোনার দাম  ২২ ক্যারেট প্রতি ৪৮, ৭৭০ টাকা। ২৪ ক্যারেটে প্রতি ৫৩, ২০০ টাকা। মুম্বইতে সোনার দাম  ২২ ক্যারেট প্রতি ৪৯, ৩৪০ টাকা। ২৪ ক্যারেট প্রতি ৫০, ৩৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেট প্রতি ৪৯৬০০ টাকা। ২৪ ক্যারেট প্রতি ৫৪,১১০ টাকা ছিল।

About Author