Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টানা ৩ দিন নিম্নমুখী সোনা এবং রুপোর দাম, পুজোর মুখে এক ধাক্কায় ৫০,০০০ টাকার নিচে সোনা

পুজোর আগে ক্রমাগত নিম্নমুখী হতে শুরু করেছে সোনা এবং রুপোর দাম। সোনার দর রীতিমধ্যেই প্রতি ১০ গ্রামে পঞ্চাশ হাজার টাকা নিচে চলে গেছে এবং তাতেই বিক্রির উপরে দেখা যাচ্ছে চাপ।…

Avatar

পুজোর আগে ক্রমাগত নিম্নমুখী হতে শুরু করেছে সোনা এবং রুপোর দাম। সোনার দর রীতিমধ্যেই প্রতি ১০ গ্রামে পঞ্চাশ হাজার টাকা নিচে চলে গেছে এবং তাতেই বিক্রির উপরে দেখা যাচ্ছে চাপ। পাশাপাশি রুপোর দামেও বিগত কয়েকদিনে শুরু হয়েছে পতন। রুপো প্রতি কেজিতে ৫৬ হাজার ৩০০ টাকা স্তরে নেমে এসেছে। সোনা এবং রুপোর আন্তর্জাতিকভাবে মন্দা ভাব রয়েছে এবং যার প্রভাব সরাসরি দেখা যাচ্ছে দেশীয় বুলিয়ান বাজারের উপর।

ফিউচার মার্কেটে শুক্রবার সোনা এবং রুপোর দাম আজ সকাল থেকেই বেশ কিছুটা কম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ এমসিএক্স সূচকে সোনা এবং রুপোর দাম যথাক্রমে ০.১৬ এবং ০.১৯ শতাংশ পতন হয়েছে আজ। সোনার অক্টোবরের ফিউচার ধর আজ প্রতি ১০ গ্রামের ৭৭ টাকা বা ০.১৬ শতাংশ কমে গিয়ে ৪৯,২৩৫ টাকা হয়ে গিয়েছে। রুপোর দাম ১০৫ টাকা বা ০.১৯ শতাংশ কমে গিয়ে হয়েছে প্রতি কেজিতে ৫৬ হাজার ৩১২ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আন্তর্জাতিক বাজারে শুক্রবার সোনার দামে পতন হয়েছে। আজ কমেক্সের আন্তর্জাতিক বাজারে ডিসেম্বরের সোনার ফিউচার দর ৪.৭০ ডলার বা ০.২৮ শতাংশ কমে গিয়ে হয়েছে প্রতি আউন্সে ১৬৭২.৫০ ডলার। অন্যদিকে রুপোর ডিসেম্বরের জন্য ফিউচার দর ০.৫৫ শতাংশ কমে গিয়ে ১৯.১৬৮ ডলার প্রতি আউন্স এ লেনদেন করতে শুরু করেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ দ্বারা হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সোনার দামের উপরে আরো চাপ বাড়তে পারে আগামী ভবিষ্যতে।

About Author