বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। কিছুদিন আগে একধাক্কায় সোনার দাম ৫০ হাজারের তলায় চলে গেলেও, নতুন সপ্তাহের শুরুতে ফের চরচড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। গতকাল সোমবার দাম সামান্য কমলেও আজ অপরিবর্তিত রয়েছে মূল্যবান হলুদ ধাতুর দাম। ফলে বিয়ের মরশুমে মধ্যবিত্তদের কপালে যে হাত পড়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সপ্তাহের শুরুতে গতকাল সামান্য দাম কমেছিল সোনার। মঙ্গলবার বেলা ১২ টা অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৯,৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৪,১১০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫,৪১১ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৪৩,২৮৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪,১১০ টাকা। এদিন সোনার দাম না কমলেও দাম কমেছে রুপোর। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৯,৩০০ হাজার টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।