আজ নারী দিবস। আর আমাদের দেশে নারীদের মন জয় করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা হল তাঁকে সোনার গহনা দেওয়া। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে মহামূল্যবান হলুদ ধাতুর দাম যেই হারে বাড়ছে, তাতে এক মধ্যবিত্ত পুরুষের পক্ষে তাঁর প্রিয়তমার জন্য সোনার গহনা কিনে দেওয়া পকেটে ফুটো হওয়ার সমান। তবে আজ নারী দিবসের দিনে সোনার দাম একধাক্কায় অনেকটাই কমেছে। নারীদের মন জয় করার এই পন্থা আজ কাজে লাগাতে পারবেন পুরুষরা। আমাদের শহর কলকাতাতে আজ কততে বিকোচ্ছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
শহর কলকাতায় বিশ্ব নারী দিবসে ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,১৬৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৩২০ টাকা (কমেছে ১৬০ টাকা) এবং ১০ গ্রামের দাম হয়েছে ৫১,৬৫০ টাকা। সেক্ষেত্রে গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা। ২২ ক্যারাটের পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও প্রতি গ্রামে কমেছে ৷ কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,৬৩৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪৫,০৮০ টাকা (কমেছে ১৬০ টাকা)। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আছে ৫৬,৩৫০ টাকা। সেক্ষেত্রে গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।