গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমে গিয়েছিল সোনার। পরপর দুদিন দাম কমার কারণে সোনার দাম কমে গিয়েছিল এক ধাক্কায় ৮০০ টাকা। তবে এই পতন কিন্তু খুব একটা বেশিদিন স্থায়ী হলো না। সোনার গয়না ক্রেতাদের মুখে বেশিদিন ধরলো না হাসি। বাজার খুলতেই বুধবার ঊর্ধ্বমুখি হল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০ টাকা। আর দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩২০ টাকার মতো। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোর। তবে রুপোর দাম খুব একটা বেশি বৃদ্ধি পায়নি। এদিন এক কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে মাত্র ১০০ টাকা।
এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনা এক গ্রামের দাম ৪,৭২৫ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা আট দামের দাম ৩৭,৮০০ টাকা, ১০ গ্রামের দাম ৪৭ হাজার ২৫০ টাকা, ১০০ গ্রামের দাম ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনা এক গ্রামের দাম ৫ হাজার ১৫৫ টাকা। ৮ গ্রামের দাম ৪১ হাজার ২৪০ টাকা, ১০ গ্রামের দাম ৫১ হাজার ৫৫০ টাকা, এবং ১০০ গ্রামের দাম ৫ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে এক কেজি রুপোর বাটের দাম ৫৫ হাজার ১০০ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরপর দু’দিন দাম কমে ছিল সোনা তবে বুধবার বাজার খুলতেই মোহভঙ্গ ক্রেতাদের। একই সাথে দাম বৃদ্ধি হয়েছে সোনা এবং রুপো দুই ধাতুর। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৩৮.১৪ মার্কিন ডলার। এই দাম এতদিন পরে বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪৫.৭৪ মার্কিন ডলার। এর ফলে যারা সোনা কিনতে চাইছেন এই সময়টা তাদের জন্য খুব একটা ভালো নয়।