বেশ কয়েকদিন হল পশ্চিমবঙ্গের নিম্নচাপ এবং বর্ষার জেরে ধীরে ধীরে তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করেছে। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতায় সোনার দাম নামল বেশ কিছুটা। দুদিন আগে যেখানে কিছুটা দাম নিচের দিকে ছিল তা গতকালের নিরিখে দেখা গিয়েছিল আবারো ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টার মধ্যেই আরো একবার দাম বৃদ্ধি হলেও বৃহস্পতিবার সোনার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে। কোলকাতা বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দামে অনেকটা পতন এসেছে।
রিপোর্ট অনুযায়ী ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম এখন ৪,৮৪০ টাকা। ১০ গ্রামের দাম ৪৮,৪০০ টাকা। আজকের হিসাবে এই দাম প্রতি ১০ গ্রামে ৪৯,২৫০ থেকে ৪৮,৪০০ তে নেমে এসেছে। অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে ৮৫০ টাকা করে। অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে বলে জানাচ্ছে সূচক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকইভাবে পতন লক্ষ্য করা গেছে ২২ ক্যারেট সোনার দামেও। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল যেখানে প্রতি ১০ গ্রামে ৪৬,৭৫০ টাকা সেখানে আজকে এই সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫,৯০০ টাকায়।
এছাড়াও হলমার্ক যুক্ত সোনার দামেও পতন লক্ষিত হয়েছে। এই হলমার্ক যুক্ত সোনা প্রতি ১০ গ্রামে দাম ছিল আগে ৪৭,৪৫০ টাকা সেখানে এখন দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৬০০ টাকা। অর্থাৎ এখানেও প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা দাম কমেছে। তবে সোনার পাশাপাশি এবারে রুপোর দামেও পতন লক্ষ্য করা গেছে। গতকাল এক কেজি রুপোর দাম ছিল ৭২,১০০ টাকা। সেখানেই এই রুপোর দাম এখন কেজিপ্রতি ৭০,৬৫০ টাকা। অর্থাৎ আজকে রুপোর দাম এক কেজিতে ১,৪৫০ টাকা হ্রাস পেয়েছে।