খুশির খবর! ধাপে ধাপে দাম কমলো সোনা ও রুপোর

মঙ্গলবার বাজার বন্ধের সময় সোনা এবং রুপোর দামে বেশ কিছুটা পতন এসেছে

Advertisement

Advertisement

বেশ কিছুদিন ধরেই সস্তা যাচ্ছে ভারতীয় তথা বিশ্বের প্রত্যেকটি মানুষের সবথেকে প্রিয় ধাতু সোনা। বর্তমানে এই সোনালী ধাতু বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবথেকে সস্তায় বিকোচ্ছে বলে জানা যাচ্ছে। ভারতীয় বাজারে সোনার দাম আবারও করেছে বলে খবর বুধবার সকালে। নবরাত্রি শুরু হয়ে গিয়েছে এবং নবরাত্রির প্রথম দিনে সোনার দাম বেশ কিছুটা কম।

Advertisement

দিল্লির বাজারে ১৩ এপ্রিল সোনার দাম ছিল অনেকটা কম। জানা যাচ্ছে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬,০০০ টাকা। একই সাথে পাল্লা দিয়ে দাম কমছে রূপোলি ধাতুর। বিগত সময় থেকেই ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬,২০০ টাকা। অন্যদিকে বাজার বন্ধ হবার সময় প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৬,৩৪৫ টাকা।

Advertisement

দিল্লির সারোরফা বাজারে মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম পড়েছে ১৩০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়ে গিয়ে হয়েছে ১,৭২৬ টাকা আউন্স। তবে রুপোর উপর দামে কিন্তু খুব একটা পতন হয়নি। মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে মাত্র ৩০৫ টাকা কমেছে। রুপোর এখন নতুন দাম প্রতি কেজি ৬৬,০৪০ টাকা।

Advertisement

Recent Posts