Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে অনেকটাই নিম্নমুখী সোনা এবং রুপোর দাম, দেখুন আজকের লেটেস্ট দাম কিরকম

জাতীয় সোনার সূচক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এখন সোনা এবং রুপো উভয়ের দাম কিছুটা হলেও নিম্নমুখী। গতকালের বাজারে এই দুটি ধাতুর দাম অনেকটাই কম রয়েছে। ২০২৩ সালের ৫ জুন এই দাম…

Avatar

জাতীয় সোনার সূচক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এখন সোনা এবং রুপো উভয়ের দাম কিছুটা হলেও নিম্নমুখী। গতকালের বাজারে এই দুটি ধাতুর দাম অনেকটাই কম রয়েছে। ২০২৩ সালের ৫ জুন এই দাম সবথেকে উপরের দিকে থাকবে বলে মনে করা হচ্ছে। হিসাব অনুযায়ী, ৫৯,৭৩৯ টাকার ফিউচার ভ্যালুতে এই মুহূর্তে চলছে সোনার দাম। প্রতি ১০ গ্রামের দাম ৫৯,৭৩৯ টাকা করে চলছে এই সপ্তাহে। তবে গত সপ্তাহে তুলনায় দাম কিছুটা কমেছে এই সপ্তাহে। গত সপ্তাহে যেখানে এমসিএক্স সূচকে দাম ছিল ৫৯,৮৬০ টাকা, সেখানেই এই সপ্তাহে দাম ০.২৩ শতাংশ কমেছে অর্থাৎ ১৩৭ টাকা কমে হয়েছে ৫৯,৭৩৯ টাকা।

একই সাথে রুপোর দাম কিছুটা হলেও নিম্নমুখী এই সপ্তাহ। এমসিএক্স সূচকে ৫ জুনের হিসেব অনুযায়ী প্রতি কেজিতে এই মুহূর্তের রুপোর দাম ২৮৬ টাকা কমে গিয়ে হয়েছে ৭০,৮৪১ টাকা। গত সপ্তাহে এমসিএক্স সূচকে এই দাম ছিল ৭১,০৮৬ টাকা। অর্থাৎ এই সপ্তাহে এমসিএক্স সূচকে ০.৪০ ৪০ শতাংশ অর্থাৎ ২৮৬ টাকা দাম কমেছে সোনার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে কলকাতায় প্রতি ১০ গ্রাম পিছু বাইশ ক্যারেট সোনার দাম ৫৬,২৫০ টাকা। এমসিএক্স সূচকের তুলনায় আজকে অনেকটাই কম রয়েছে সোনার দাম। অন্যদিকে রুপোর দাম চলছে প্রতি কেজিতে ৭৪,০৫০ টাকা। সব মিলিয়ে আজকের দিনে সোনার দাম এবং রুপোর দাম কিছুটা হলেও কম। তাই যদি আপনার সোনা কেনার প্রয়োজন থাকে, তাহলে চট জলদি কিনে ফেলুন সোনা এবং রুপোর গয়না।

About Author