নয়া দিল্লী : গতকালই বাণিজ্য নগর মুম্বাইতে সাড়ে সাতটা নাগাদ একটি বহুতলের সাত, আট তলায় আগুন লাগে, সে খবর আমরা আগেই জেনেছি। কিন্তু আবারও বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো উত্তর দিল্লীর একটি কাপড়ের গোডাউন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ। মুম্বাইয়ের বিধ্বংসী আগুনে কোন হতাহতের খবর না পাওয়া গেলেও, এই কাপড়ের গোডাউনে আগুন লাগার ফলে মারা গেছেন ৯ জন এবং আহত হয়েছেন ১০ জন।
গোডাউন টির অবস্থানের জন্যই সেখানকার বাসিন্দারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। ঘটনা টি ঘটেছিল তিনতলা একটি বাড়ির নিচের তলায়, বাড়িতে ছিল একটাই সিঁড়ি, তারা দ্রুত বেরিয়ে না আসার জন্যই নয় জনের মৃত্যু হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই একটি মাত্র সিঁড়ি থাকার জন্যই নিহতরা বেরিয়ে আসতে পারেনি এবং আগুন নেভানোর কোন ব্যবস্থাও ছিল না বলে, দমকল সূত্রের খবর। যারা আহত হয়েছেন তাদেরকে সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই দিল্লিতে রানি ঝাঁসি রোডের আনাজ মন্ডিতে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যু হয়েছিল প্রায় ৪৩ জনের, সেই খবর আমরা প্রত্যেকেই দেখেছি।