Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের দিল্লিতে ভয়াভয় আগুন, পুড়ে মৃত্যু ৯

নয়া দিল্লী : গতকালই বাণিজ্য নগর মুম্বাইতে সাড়ে সাতটা নাগাদ একটি বহুতলের সাত, আট তলায় আগুন লাগে, সে খবর আমরা আগেই জেনেছি। কিন্তু আবারও বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো উত্তর…

Avatar

নয়া দিল্লী : গতকালই বাণিজ্য নগর মুম্বাইতে সাড়ে সাতটা নাগাদ একটি বহুতলের সাত, আট তলায় আগুন লাগে, সে খবর আমরা আগেই জেনেছি। কিন্তু আবারও বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো উত্তর দিল্লীর একটি কাপড়ের গোডাউন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ। মুম্বাইয়ের বিধ্বংসী আগুনে কোন হতাহতের খবর না পাওয়া গেলেও, এই কাপড়ের গোডাউনে আগুন লাগার ফলে মারা গেছেন ৯ জন এবং আহত হয়েছেন ১০ জন।

গোডাউন টির অবস্থানের জন্যই সেখানকার বাসিন্দারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। ঘটনা টি ঘটেছিল তিনতলা একটি বাড়ির নিচের তলায়, বাড়িতে ছিল একটাই সিঁড়ি, তারা দ্রুত বেরিয়ে না আসার জন্যই নয় জনের মৃত্যু হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : হিন্দি আমাদের ভাষা, ইংরেজির সাথে হিন্দিতে কথা বলার প্রয়াস চালানো উচিত, রাজ্যপালের মন্তব্যে তীব্র সমালোচনা

এই একটি মাত্র সিঁড়ি থাকার জন্যই নিহতরা বেরিয়ে আসতে পারেনি এবং আগুন নেভানোর কোন ব্যবস্থাও ছিল না বলে, দমকল সূত্রের খবর। যারা আহত হয়েছেন তাদেরকে সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকদিন আগেই দিল্লিতে রানি ঝাঁসি রোডের আনাজ মন্ডিতে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যু হয়েছিল প্রায় ৪৩ জনের, সেই খবর আমরা প্রত্যেকেই দেখেছি।

About Author