বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর সেক্ষেত্রে নিম্নোক্ত দুটি ঘরোয়া ফেসপ্যাক ভীষণভাবে কার্যকরী হতে পারে। জেনে নিন বিস্তারিত।
১) প্রথমে একটি পাত্রে এক চা চামচ বেসন, এক চা চামচ কফি পাউডার, এক চা চামচ মধু ও কয়েক ফোঁটা পাতি লেবুর রস নিয়ে নিতে হবে। এরপর এই সবকটি জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েই গোটা মুখে ভালো করে লাগিয়ে অন্তত দশমিনিট রেখে দিতে হবে। এরপর সেটি শুকিয়ে গেলে আস্তে আস্তে উঠে আসবে। সেই মাস্ক মুখ থেকে আস্তে আস্তে তুলে মুখ ভালো করে ধুয়ে নিলেই তফাৎ নজরে আসবে। ত্বকের চামড়া আগের থেকে অনেক বেশি কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে পার্লারের সাজগোজ ছাড়াই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২) এক্ষেত্রে একটি পাত্রে প্রথমে দুই চামচ মসুর ডাল ও আধ কাপ দুধ নিয়ে নিতে হবে। এরপর সেটি অন্ততপক্ষে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আলাদাভাবে। এরপর এরমধ্যে এক চুটকি জায়ফল গুঁড়ো মিশিয়ে নিয়ে একেবারে মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণ দিয়ে গোটা মুখে আধ ঘন্টা ধরে স্ক্রাব করতে হবে। এরপরেই পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মুখ। এই স্ক্রাবিং ত্বকের একাধিক সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় অনেকগুণ।