সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরে একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে দুই যুবতীকে নিজেদের কলেজের ফেয়ারওয়েলে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই ঝলকে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’র অন্যতম জনপ্রিয় হিট আইটেম নম্বর ‘ও আন্তাভা’র তালেই তাল মিলিয়ে ছিলেন তারা। তাদের নাচ দেখে নেচে উঠেছিল তাদের কলেজের সকলেই। সেকথা অবশ্য ভিডিওতে সকলের গলার আওয়াজেই স্পষ্ট। পাশাপাশি ভিডিওর উপরে লেখা ছিল এমন ভাবে নাচতে হবে যাতে সেই নাচ দেখে আরো মানুষ নেচে ওঠেন।বলাই বাহুল্য, এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিও এখন রীতিমতো নজর টেনেছে নেটজনতার অধিকাংশের। ঝলকে যে দুই যুবতীকে দেখা গিয়েছে তারা দুজনেই আইন নিয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি তারা যে একে অপরের খুব ভালো বন্ধু সেকথা এই নাচের মাধ্যমেই স্পষ্ট হয়েছে অনেকটা। তাদের এই নাচের ভিডিওতে তাদের কলেজের জুনিয়াররাও একাধিক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। তারা যে রীতিমতো মুগ্ধ তাদের জুনিয়র হতে পেরে, সেকথা স্পষ্ট তাদের কথাতেই। কমেন্টবক্সে ঢুকলেই সেইসমস্ত ঝলক মিলবে। এই নাচের ভিডিও যে বেশ মনে ধরেছে নেটজনতারও, সেই ঝলকও রয়েছে কমেন্টবক্সেই।View this post on Instagram
‘Oo Antava Oo’ গানে চোখ টাটানো নাচ এই দুই যুবতীর, শাড়ি পরে কিলার ডান্স করলেন
যেকোন মানুষের কাছেই স্কুল জীবনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় হল তাদের কলেজ জীবন। এই সাময়িক সময়কালে স্কুলের থেকে কিছুটা হলেও বেশি স্বাধীনতা থাকে। পরিচিতি ঘটে এক নতুন দুনিয়ার সাথে। আর সেখানে…

আরও পড়ুন