সম্প্রতি যে ঝলকটি ভাইরাল হয়েছে সেখানে অনামিকা নামের এক সুন্দরী যুবতীকে ‘মহড়া’র হিট গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই নজরকাড়া নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ঝলকে অনামিকাকে কমলা শাড়ি ও ডিপ নেক লাইন কাটিং ব্লাউজেই দেখা গিয়েছিল। খোলা চুলে মানানসই সাজেই ছিলেন তিনি। বলাই বাহুল্য, এই গরমের দিনে অনামিকার এই নাচের ঝলক রীতিমতো আরো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে নেটজনতার একাংশের মত অনামিকা নিজের নাচের সূত্র ধরেই টেক্কা দিয়েছেন পর্দার রবীনা ট্যান্ডনকেও। একাংশ প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাকে। অবশ্য সেই ঝলক রয়েছে তার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই।
‘টিপ টিপ বরসা পানি’ দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মন কাড়ল এই সুন্দরী | Viral Video
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন