শ্রেয়া চ্যাটার্জি : কোকাকোলা, থামস আপ মাজা, স্প্রাইট কত সফট ড্রিংকসই আমরা খেয়ে বোতল গুলি ডাস্টবিনে ফেলে দি। কিন্তু শ্রীরঙ্গপত্তন এর জ্যোতি নিবাস বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী শবনম এই ফেলে দেওয়া বোতল গুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলিকে গাছ লাগানোর উপযুক্ত জায়গা করে সুন্দর করে ঘর সাজিয়েছে। যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। সে গত তিন বছর ধরে এই কাজটি করে চলেছে। এ কাজটি অবশ্য শিখেছে সে তার মায়ের থেকে। সে শুধু নিজের বাড়ি সাজিয়েছে তাই নয়, সে সুন্দর করে আশেপাশের লোকজন কেউ এগুলি উপহার স্বরূপ দিয়েছে। গোটা শহরকে সে প্রায় হাজারেরও বেশি এমন গাছ লাগানোর প্লাস্টিকের বোতলের পাত্র উপহার দিয়েছে।
শবনম আসলে আঁকতে খুব ভালবাসে। সে এইরকম প্লাস্টিকের বোতলের উপরে একদিন রঙ করছিল, তা দেখে তার মা তাকে বলে যে শুধু শুধু বোতল গুলিকে রং না করে সে এগুলির মধ্যে মাটি দিয়ে ছোট ছোট গাছের চারা লাগাতে পারে। আর ব্যাস, যেমন ভাবা তেমনি কাজ। ছোট্ট মেয়েটি তার মায়ের কথা শুনে ওই প্লাস্টিকের বোতল গুলিকে কেটে সুন্দর করে, রং করে তার মধ্যে মাটি দিয়ে ছোট ছোট গাছের চারা লাগাতে শুরু করলো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ফুসফুসের রোগ, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষা দিতে গেল এই ১৬ বছরের কন্যা
এই ছোট বাচ্চাটি আমাদেরকে শেখাচ্ছে কিভাবে প্লাস্টিকের পদার্থ গুলিকে আমরা আবার পুনর্ব্যবহার করতে পারি। যা সত্যিই শিক্ষণীয়। শবনম এর লক্ষ্যও সে প্রায় ১০,০০০ এইরকম প্লাস্টিক বোতলে গাছের উপযুক্ত পাত্র তৈরি করবে। আসুন শবনমের মতো আমরাও এগিয়ে আসি। পঞ্চম শ্রেণীতে পড়া ঐটুকু মেয়ে যদি এত কিছু করতে পারে, তবে আমরা কেন পারব না? আমাদের মিলিত চেষ্টায় হয়তো পৃথিবী থেকে প্লাস্টিক নামক বস্তুটি একদিন উধাও হয়ে যাবে। পৃথিবী আবার দূষণমুক্ত হবে, তাতে কিন্তু আখেরে লাভবান আমরাই হব।