বর্তমানে শুধু সংবাদ শিরোনামে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই থাকছেন না, বরং নিজেদের কর্মকান্ডের জন্য অনেক সাধারন মানুষ উঠে আসছেন শিরোনামের পাতায়। আবার নিজের অজান্তেই অনেকে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। আবার অনেকেই ভাইরাল হওয়ার জন্য সাহসের সর্বসীমা অতিক্রম করছেন। তবে ইন্টারনেটে প্রতিমুহূর্তে ভাইরাল হওয়া হাজার হাজার ভিডিওর মধ্যে সাহসী ভিডিওগুলো একটু বেশিই পছন্দ করেন নেটিজেনরা। আর সেই কারণে অনেক মেয়ে বাধা নিষেধের সব সীমা অতিক্রম করেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য।
আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে বলিউডের তারকা অভিনেতা তথা টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং বিদ্যুৎ জামালকে খোলা স্টেজে ব্যাক ফ্লিপ দিতে দেখেছেন। তবে খোলা মঞ্চে কখনো কোন অভিনেত্রীকে ব্যাক ফ্লিপ দিতে দেখেছেন কি? যদি না দেখে থাকেন তবে আজকের এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ, সম্প্রতি ভারতের এক অতি সাধারণ যুবতী খোলা স্টেজে এমন কর্মকান্ড করেছেন, যেটি বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমাইক্রো ব্লগিং সাইট X -এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় এক যুবতী দর্শনীয় স্টান্ট করছেন। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবতী। এই সময় তার পরনে রয়েছে দৃষ্টিনন্দনীয় কালো শাড়ি। হঠাৎ নিজেকে শূন্যে তুলে ব্যাক ফ্লিপ দিতে দেখা গেছে ওই যুবতীকে। তরুণীর এই কর্মকাণ্ড দেখে বেঞ্চে বসে থাকা অন্যান্য যুবতীদের মুখে দেখা গেছে অবিশ্বাসের ছাপ। এমনকি মুখ খুলে এই মন মুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেখা গেছে উপস্থিত অধ্যক্ষদেরও। দেখুন ভাইরাল ভিডিও-
Ye Stunt toh Boys bhi nahi kar payenge😎
Saree pehen ke 😝 pic.twitter.com/roEbtgZiyI
— Siya (@Siya17082000) May 5, 2024