সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যম ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে একটি সাধারণ মেয়েকে অসাধারণ অঙ্গ-ভঙ্গিমায় নাচ করতে দেখা গেছে। জনপ্রিয় হিন্দি গান ‘আপনা কাহা পিয়া তুনে মুঝে’….. গানে উষ্ণতম স্টেপ দিয়েছে ওই মেয়ে। ভাইরাল ভিডিওটি @shriju_ghimire নামের ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। জানলে অবাক হবেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নজরে আসার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি মেয়েটির সাহসের প্রশংসা করেছেন কয়েক হাজার নেটিজেন।
‘আপনা কাহা পিয়া তুনে মুঝে’, গানে উষ্ণতম স্টেপ, রইল ইন্টারনেটে ঝড় তোলা ভিডিও
বর্তমানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কোন না কোন ভিডিও। কখনো গানের মাধ্যমে আবার কখনো নাচের মাধ্যমে মিডিয়া পাড়া উত্তপ্ত করে তুলছেন সাধারণ মানুষ। আজকাল ভাইরাল হওয়ার প্রক্রিয়া শুধুমাত্র সেলিব্রেটিদের…

আরও পড়ুন