Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নৌকাই একমাত্র ভরসা ঘাটালবাসীর, জেনে নিন আসল কারণ

ঘাটাল : প্রতি বছর বৃষ্টির মধ্যেই ডুবে থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল।কিন্তু বৃষ্টি হলে কেন জলে জলাকার হয়ে যায় ঘাটাল সেই নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। কিন্তু আসল সমস্যা…

Avatar

ঘাটাল : প্রতি বছর বৃষ্টির মধ্যেই ডুবে থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল।কিন্তু বৃষ্টি হলে কেন জলে জলাকার হয়ে যায় ঘাটাল সেই নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। কারণ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চারিদিক নদী দ্বারা বেষ্টিত।

দ্বারকেশ্বর, নতুন কাসাই, পুরাতন কাসাই, কংসাবতী,শিলাবতী, বুড়িগঙ্গার মত নদী বা শাখানদী থেকে জল ঢুকে পড়ার কারনে প্রতি বছর জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল। এখানেই শেষ নয় বাড়তি সংযোজন হলো বাঁকুড়া, পুরুলিয়া হয়ে নদীর জল। একটু বৃষ্টিহলেই এই নদীর জল এক এক করে এলাকায় ঢুকতে শুরু  করে। আর সেই জলের প্রভাবেই কার্যত ভেসে যাওয়ার মতন অবস্থা হয় ঘাটালের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু এই খারাপ পরিস্থিতিতে একবারের জন্যেও নতুন দিশা দেখাতে পারেনি ঘাটাল প্রসাশন। প্রতি বছর বর্ষা এলেই নৌকা নিয়ে এদিক থেকে যাতায়াত করতে হয়। এই যুগে দাড়িয়েও প্রতি বছর বর্ষায় নৌকায় করে ঘুড়ে বেরানোর বিষয়টি সবার কাছে হাস্যকর হলেও গোটা ঘাটালবাসীর কাছে তা কতোটা যন্ত্রণার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

About Author