Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮ হাজার টাকার কম দামে পাবেন Redmi কোম্পানির এই ৩ স্মার্টফোন, বিস্তারিত জানুন

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা…

Avatar

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Redmi। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। পুজোর আগে গ্রাহকদের খুশি করার জন্য ব্যাপক স্কিম এনেছে Amazon। এই ওয়েবসাইটে Redmi কোম্পানির কিছু স্মার্টফোন মাত্র ৮,০০০ টাকার চেয়েও পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Amazon ওয়েবসাইটে গ্রাহকরা ৮,৯৯৯ টাকার পরিবর্তে শুধুমাত্র ৬,৪৯৯ টাকায় Redmi A2 কিনতে পারবেন। এমন অফার এর আগে কোনোদিন পাওয়া যায়নি। এই ফোনে ৬.৫২ ইঞ্চির একটি এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে। এটি ১২০ hz রিফেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া Amazon ওয়েবসাইটে ১৩,৯৯৯ টাকার Redmi 12C ফোনটি ৭,৯৯৯ টাকায় পাবেন। এই ফোনে স্টাইলিশ স্ট্রিপ ডিজাইন এবং HD+ ডিসপ্লে রয়েছে। এটি একটি ৬.৭১ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যার ৬০ Hz রিফ্রেশ রেট এবং 1,600×720 পিক্সেল রেজোলিউশন। এই স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MIUI 13-এ কাজ করে।

আর এই তালিকায় তৃতীয় ও শেষ ফোন হল Redmi A2 Plus। এই ফোনে ৬.৫২ ইঞ্চির একটি এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে। এটি ১২০ hz রিফেশ রেট সাপোর্ট করে। এতে রয়েছে 4GB RAM এবং MediaTek Helio G36 প্রসেসর আছে। এই স্মার্টফোনটি এখন Amazon ওয়েবসাইটে ১১,৯৯৯ টাকার পরিবর্তে ৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

About Author