Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড, জানুন সহজ এই উপায়

আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান কার্ড কে সম্প্রতি বাধ্যতামূলক ডকুমেন্ট এর মধ্যে যোগ করা হয়েছে। প্যান কার্ড ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অথবা ব্যাংক একাউন্ট কোনটির খোলা সম্ভব নয়। সেই…

Avatar

আয়কর বিভাগের পক্ষ থেকে প্যান কার্ড কে সম্প্রতি বাধ্যতামূলক ডকুমেন্ট এর মধ্যে যোগ করা হয়েছে। প্যান কার্ড ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অথবা ব্যাংক একাউন্ট কোনটির খোলা সম্ভব নয়। সেই কারণেই প্রতি মানুষের প্যান কার্ড থাকা অত্যন্ত জরুরী। আপনি কি জানেন কেবল কিছুসময়ের মধ্যেই প্যান কার্ড করা সম্ভব? কেবল আপনার আধার কার্ড ব্যবহার করে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার ভার্চুয়াল প্যান কার্ড। আবেদনকারীকে PDF ফর্ম্যাটে কেবলমাত্র ১০ মিনিটের মধ্যে একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর সহ ই প্ল্যান কার্ডের অনুলিপি দেওয়া হয়ে থাকে এই পদ্ধতিতে। চলুন জানা যাক ঠিক কি কি করতে হবে এই প্ল্যান কার্ড পেতে, প্রয়োজনীয় তথ্যগুলি-

ই-প্যান কার্ড তথা অনলাইনে প্ল্যান কার্ডের জন্য Apply করতে দরকার কেবল আধার কার্ডের ১২ ডিজিটের ইউনিক নং। বলা বাহুল্য, গ্রাহকের আধার কার্ডের সাথে মোবাইল নং কানেক্ট থাকা জরুরী। কি করে করা যেতে পারে আবেদন-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১। প্রথমে ভিজিট করতে হবে ই-ফাইলিং পোর্টালে। সেখানে গিয়ে ক্লিক করুন Instant Pan Through Aadhaar নামক বিকল্পটির ওপরে।
২। সেখানে Apply Aadhaar বিকল্পটিকে বেঁছে নিন।
৩। এর সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নং এ চলে আসবে একটি ওটিপি। সেটিকে নির্ধারিত স্থানে লিখলেই ভেরিফাই হয়ে যাবে আপনার আধার।
৪। তার পরেই আপনি পেয়ে যাবেন PDF ফর্ম্যাটে আপনার নিজের প্যান কার্ড।
৫। PDF টিকে ডাউনলোড বিকল্প গিয়ে ডাউনলোড করা ও সম্ভব।
প্যান কার্ড একটি প্রয়োজনীয় ডকুমেন্ট, যে তিন কাজ করতে গেলে আপনার প্রয়োজন হবে Pan Card এর-
১। যদি আপনি জমি, বাড়ি ক্রয়ের কথা ভেবে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনার প্যান কার্ড দরকার হতে পারে।
২। যদি আপনি আজ জীবন বিমা জমা করেন এবং তার পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হয়, তবে আপনার প্রয়োজন হবে প্যান কার্ডের।
৩। যদি আপনি ক্রেডিট কার্ড নেবেন বলে ভেবে থাকেন তবে আপনার প্যান কার্ডের প্রয়োজন হবে।

About Author
news-solid আরও পড়ুন