Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবিশ্বাস্য! ৬৯ হাজার টাকার LG ফোন মাত্র ১ হাজার টাকায়

জনপ্রিইয় ই-কমার্স সাইট Flipkart এ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল E lectronics Sale, আজই তার শেষ দিন। একাধিক স্মার্টফোন, একগুচ্ছ অফারে উপলব্ধ হয়েছিল পাঁচ দিনের এই সেল। এই সেলে দেওয়া হয়েছিল…

Avatar

By

জনপ্রিইয় ই-কমার্স সাইট Flipkart এ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল E lectronics Sale, আজই তার শেষ দিন। একাধিক স্মার্টফোন, একগুচ্ছ অফারে উপলব্ধ হয়েছিল পাঁচ দিনের এই সেল। এই সেলে দেওয়া হয়েছিল এক্সচেঞ্জ অফার, ছাড়, নো কস্ট EMI এর একাধিক অফার। তবে আজ আর কিছুক্ষণ সময় রয়েছে আপনার কাছে। এই সেলে LG এর অন্যতম প্রিমিয়াম ফোন LG Wing কে কিনে নিতে পারবেন ১০২৬ টাকায়। চলুন জানা যাক সেই অফার সম্পর্কে

LG Wing এর ভারতে দাম এবং অফার

LG Wing স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছিল একটি স্টোরেজ বিকল্পের সাথে। ৮ জিবি বিকল্পের এই ফোনর দাম কোম্পানি রেখেছিল ৬৯,৯৯৯ টাকা। তএ সেই দাম কিছু দিন পরেই কমিয়ে দেয় কোম্পানি। দাম রাখা হয় ৪০,০০০ টাকা। তবে গ্রাহক এখন এই সেলে পাবেন ১৪,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। গ্রাহক কেবল ১৫,৩৯৯ টাকায় কিনতে পারবেন ফোনটিকে। অন্যদিকে রয়েছে EMI এর বিকল্পও। গ্রাহক কেবল ১,০২৬ টাকা প্রতি মাসের EMI এর হিসেবে ফোনটিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্পেসিফিকেশন

LG এর এই নতুন ফোন LG Wing তে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি ফুল Hd+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৪ জিবি র‍্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 765G প্রসেসর। ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সাথে রয়েছে ৩২ mp এর পপ আপ সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে ৪০০০ mAh ব্যাটারির সাথে ২৫ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে ।

 

About Author