Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Flipkart সেলে ব্যাপক অফার! ৯ হাজার টাকার কমে ঘরে নিয়ে যান Iphone

ই-কমার্স সাইট Flipkart য়ে চারদিনের Mobile Bonanza Sale য়ের আজ শেষদিন। গত 21 জুন শুরু হয়েছিল এই অফারের ডালি। একাধিক আকর্ষনীয় মোবাইল ফোনে ততোধিক দুর্ধর্ষ সব অফার দিচ্ছিল সংস্থা। তবে…

Avatar

By

ই-কমার্স সাইট Flipkart য়ে চারদিনের Mobile Bonanza Sale য়ের আজ শেষদিন। গত 21 জুন শুরু হয়েছিল এই অফারের ডালি। একাধিক আকর্ষনীয় মোবাইল ফোনে ততোধিক দুর্ধর্ষ সব অফার দিচ্ছিল সংস্থা। তবে সবথেকে বাম্পার অফার পেয়েছে iPhone 11। এই iPhone মডেলে ভারী ডিসকাউন্টের সাথে রয়েছে এক্সচেঞ্জ বোনাস,কার্ড বেনিফিটস্, EMI অফার আর‌ও কত কী! আসুন বিস্তারিত অফার সম্পর্কে জেনে নিই।

iPhone 11-এর 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে 49,999 টাকা। তবে ফ্লিপকার্ট Mobile Bonanza Sale য়ে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনেন তবে সরাসরি 10% ছাড় পেয়ে যাবেন। আবার যদি Axis Bank য়ের কার্ড ব্যবহার করে কেনেন তবে পাবেন 5% ছাড়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি এক্সচেঞ্জ অফারে লিমিট রয়েছে 15,300 পর্যন্ত। অর্থাৎ পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই iPhone 11 কিনলে আপনাকে দিতে হবে মোটে 34,699 টাকা। অফারের এই শেষ নয়, এরপর রয়েছে তাগড়া EMI অফার‌ও। নো কস্ট EMI অপশানে ব্যবহার করে ফোনটি কিনলে 6 মাসের জন্য প্রতিমাসে আপনাকে দিতে হবে 8,334 টাকা করে‌। আবার 36 মাসের স্ট্যান্ডার্ড EMI অপশনে কিনলে প্রতিমাসে আপনার খরচ হবে মোটে 1,734 টাকা।

উল্লেখ্য, iPhone 11-এর 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট‌আপ। রয়েছে দুটি 12 এমপির সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে একটি 12MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 6.1 ইঞ্চি এইচডি ডিসপ্লে যুক্ত এই ফোনে একটি A13 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে।অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি iOS 14.2 দ্বারা চালিত হবে। এত কম দামে iPhone আপনার হাতে কেবল ফ্লিপকার্ট Mobile Bonanza Sale ই তুলে দেবে।

About Author