Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত অফার! Tata-র এই গাড়িগুলির ওপর পান ৬৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

মার্কেটিংয়ের যুগে ব্যবসা বৃদ্ধির জন্য এমন এমন অফার নিয়ে হাজির হন সংস্থা যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু প্রোডাক্ট বিক্রির জন্য ভালো থেকে অতিভালো জিনিসে ভারী ডিসকাউন্ট দেওয়া হয়।…

Avatar

By

মার্কেটিংয়ের যুগে ব্যবসা বৃদ্ধির জন্য এমন এমন অফার নিয়ে হাজির হন সংস্থা যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু প্রোডাক্ট বিক্রির জন্য ভালো থেকে অতিভালো জিনিসে ভারী ডিসকাউন্ট দেওয়া হয়। বিশ্বাসে ভর করে যদি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তবে আপনার চেয়ে লাভবান আর কেউ হবে না। 2021 য়ের মে মাস করোনা সংক্রমণ এবং লকডাউনের কারণে সমস্ত অটোমোবাইল সংস্থাগুলির জন্য দুঃসময় ডেকে এনেছিল। সংস্থার হিসেবে মে মাসে বিক্রয় সবচেয়ে কমেছে বলে খবর। এবার এই ক্ষতিপূরণের জন্য নতুন গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে সংস্থাগুলি। আজ জেনে নেব Tata Motors প্রদত্ত অফার সম্পর্কে।

Tata Tiago:

এই মাসে Tata Tiago য়ে আপনি 30,000 টাকার উপরে ছাড় পেতে পারেন। গাড়িতে কর্পোরেট সুবিধাও রয়েছে ৫০ হাজার টাকা। 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন সহ গাড়িটি মাত্র 4.99 লক্ষ টাকায় কিনতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Tata Tigore:

গাড়িটির প্রারম্ভিক দাম 5.59 লক্ষ টাকা। যদি 2021 সালের মে মাসে এই গাড়িটি কিনে থাকেন তবে আপনি 30,000 টাকা পর্যন্ত বেনিফিটের সুবিধা পেতে পারেন। এই ছাড়ের মধ্যে 15,000 টাকার নগদ ছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে।

Tata Nexon:

Tata Motors সংস্থা Tata Nexon এবং Tata Nexon EV উভয় মডেলেই ভারী ছাড় দিচ্ছে। সংস্থা গাড়িদুটিতে 15,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। অর্থাৎ এই মাসে এই গাড়িটি কেনা আপনার জন্য বেশ লাভজনক।

Tata Harrier:

Tata Harrier কেনার ক্ষেত্রে আপনি সর্বমোট 65,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 40,000 টাকার এক্সচেঞ্জের মহা অফার। এই গাড়ির প্রারম্ভিক মূল্য 14.29 লাখ টাকা।

About Author