Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Swastika Mukherjee: শরীরে আলতো রোদের ছোঁয়া! সপ্তাহের শুরুতে একঘেয়ে কাটা সোমবারে উষ্ণ ছবি শেয়ার স্বস্তিকার

টলিউডের অন‍্যতম জনপ্রিয় আর কুল অভিনেত্রীর মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা এই নামটা মাথায় এলে অনেকে বলবে বিতর্কিত চরিত্র। তিনি না চাইলেও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে তৈরি হয়ে যায় গসিপ।…

Avatar

By

টলিউডের অন‍্যতম জনপ্রিয় আর কুল অভিনেত্রীর মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা এই নামটা মাথায় এলে অনেকে বলবে বিতর্কিত চরিত্র। তিনি না চাইলেও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে তৈরি হয়ে যায় গসিপ। প্রকৃতপক্ষে স্বস্তিকা হলেন প্রতিবাদী চরিত্র। এককথায় বললে ছকভাঙা কন্যাও বলা যেতে পারে। তবে এসবে স্বস্তিকার এখন কিছুই যায় আসে না। জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি সেরার জায়গা দখল করে নিয়েছেন।

অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশি ভালো সক্রিয়। আর এখানে নিজের নানান ফটোশুট আর নাচের ভিডিও। কখনো করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য হেল্পলাইন নম্বর ও শেয়ার করেছেন। তবে এসবের পাশাপাশি কখনো নিজের হেয়ারস্টাইল থেকে নানান সাজ পোশাক নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় বারে বারে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই সপাটে জবাব দিয়েছেন সেই সব সমালোচকদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর নতুন ছবি দেওয়া মানেই তা সেনসেশন। ৪০ এর কোটা পেরিয়ে এত সুন্দরী থাকা যায় তাঁর উদাহরণ স্বস্তিকা নিজেই। ফ্যাশনে গুনে গুনে গোল দেওয়া যায়, মনকাড়া আবেদনে নতুনদের ও কাত করা যায় সকলকে তা তিনি বরাবর প্রমাণ করেন। তবে আজ সোমবার। ছুটির দুই দিন শেষে কাজে ফিরতে সকলেরই এল ঘেঁয়ে লাগে। স্বস্তিকাও ব্যতিক্রম নন। তাই মাত্র দুদিন ছুটির দিন পাওয়ার পর আবারো পুরানো কর্মব‍্যস্ত মেজাজে।। সোমবার সকালের নিজেকে ফ্রেস কর‍তে স্বস্তিকা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নিজের বেশ কয়েকটি ছবি।

শেয়ার করা ছবিগুলিতে অভিনেত্রীর পরনে রয়েছে গোলাপি রঙের স্প্যাগেটি টপ। ডিপ নেক টপের গোটা গায়ে লেখা ‘পিঙ্ক লাভ’। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বস্তিকা উপভোগ করছেন আলতো রোদের ছোঁয়া। কখনও বা তাঁর শৈশবের বান্ধবী রশমি ব্যানার্জীর উপহার দেওয়া পছন্দের হেয়ারব‍্যান্ড পরে নিজস্বী তুলেছেন । এই মিষ্টি ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে স্বস্তিকা লিখেছেন, আবারও ফিরে এসেছে সেই পুরানো সোমবার সকাল। একঘেয়ে সকালে নতুনত্ব আনার চেষ্টায় রয়েছেন তিনি। স্বস্তিকার ছবিগুলি তাঁর অনুরাগীদের যথেষ্ট পছন্দ করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author