Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিও-তে ৬৫৯৮ কোটি টাকার বিনিয়োগ বিদেশি কোম্পানির

লকডাউনের মাঝেই আবার বিদেশী বিনিয়োগ পেলো জিও। এই নিয়ে চতুর্থ সংস্থা জিওতে বিনিয়োগ করলো। মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিওতে এবার ৬৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করলো মার্কিন ইকুইটি…

Avatar

লকডাউনের মাঝেই আবার বিদেশী বিনিয়োগ পেলো জিও। এই নিয়ে চতুর্থ সংস্থা জিওতে বিনিয়োগ করলো। মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিওতে এবার ৬৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করলো মার্কিন ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক। ফেসবুক, সিলভার লেক পার্টনার্স, এবং ভিস্তা ইকুইটি পার্টনার্সের পর চতুর্থ সংস্থা হিসেবে জেনারেল আটলান্টিক জিওতে বিনিয়োগ করলো। লকডাউনের এই বাজারে এখনো পর্যন্ত ৬৭,১৯৪.৭৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ আনতে সক্ষম হলো জিও। জিওতে ১.৩৪ শতাংশ শেয়ার কিনেছে জেনারেল আটলান্টিক।

গত চার সপ্তাহে চারটি বড় বিদেশী বিনিয়োগ পেলো মুকেশ অম্বানির সংস্থা। লকডাউনের প্রভাবে যখন থমকে বিশ্ব অর্থনীতি, একের পর এক সংস্থা তখন বিনিয়োগ করছে জিওতে। রবিবার জিওর তরফে একটি বিবৃতিতে বলা হয়, “মার্কিন ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক আজ ৬৫৯৮.৩৮ কোটি টাকা জিওতে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অনেকটাই উপকার করবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, এর আগে গত ২১শে এপ্রিল ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কেন ফেসবুক। এরপর ৩রা মে সিলভার লেক পার্টনার্স ৫,৬৫৬ কোটি টাকার ১.১৫ শতাংশ শেয়ার কেনে জিওর। ৮ই মে ১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিওর ২.৩২ শতাংশ শেয়ার কেনে ভিস্তা ইকুইটি পার্টনার্স। তারপর আজ ৬,৫৯৮ কোটি টাকার বিনিময়ে ১.৩৪ শতাংশ শেয়ার কিনলো জেনারেল আটলান্টিক। এইসব বিনিয়োগের মাধ্যমে গত কয়েক সপ্তাহে ভারতে বিদেশী লগ্নির গ্রাফটাই পাল্টে দিয়েছে জিও।

About Author