অভিনেত্রী গওহর খান অবশেষে বাঁধা পড়তে চলেছেন সাতপাকে। পাত্র হলেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড জায়েদ দরবার। মঙ্গলবার সকালে ছিল গওহরের ‘হলদি কি রসম’। সকাল থেকেই গওহর ও জায়েদের গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হলুদ রঙের পোশাকে গওহরকে অপূর্ব সুন্দরী লেগেছে। গওহর ও জায়েদকে একসঙ্গে ‘গাজা’ বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপেশায় কোরিওগ্রাফার জায়েদ দরবার মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবারের জ্যেষ্ঠপুত্র। ইসমাইলের প্রথম স্ত্রী ফারজানার পুত্র তিনি। কিন্তু সৎ মা আয়েশা দরবারের সঙ্গে জায়েদের সম্পর্ক বেশ ভালো। গওহর খানের থেকে 11 বছরের ছোট জায়েদ গওহরকে নিজের স্ত্রী হিসাবে পেয়ে নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করেন। বিয়ের জন্য জয়পুর থেকে পোশাক আনা হয়েছে গওহর ও জায়েদের জন্য।
এদিন মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবারকেও জায়েদ ও গওহরের বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী আয়েশা দরবারও। বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গওহর লিখেছেন, জায়েদ তাঁকে পূর্ণ করেছেন।এর আগে অভিনেতা কুশালের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এরপর বহুদিন সিঙ্গল ছিলেন গওহর। পরবর্তীকালে জায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গওহর।