দেশনিউজ

দাম কমলো ভর্তুকিবিহীন গ্যাসের, নতুন গ্যাসের দামে স্বস্তি সাধারন মানুষের

×
Advertisement

স্টাফ রিপোর্টার: লকডাউনের মাঝেই সুখবর মধ্যবিত্তের জন্য। দাম কমলো রান্নার গ্যাসের। ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে দেশের সবকটি তেল সংস্থাই। ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত পেট্রোলিয়াম সব কটি সংস্থাই দাম কমিয়েছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপাতত চারটি শহরে নতুন দাম কার্যকর করা হয়েছে।

Advertisements
Advertisement

দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই এই চারটি শহরে কার্যকর করা হয়েছে নতুন দাম। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা। দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৮১.৫০ টাকা, যা আগে ছিল ৭৪৪ টাকা। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দামও কমেছে। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১০২৯.৫০ টাকা, যা আগে ছিল ১২৮৫.৫০ টাকা। সিলিন্ডার পিছু দাম কমেছে ২৫৬ টাকা।

Advertisements

দিল্লির পাশাপাশি কলকাতাতেও কমেছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় নতুন দাম হয়েছে ৫৮৪.৫০ টাকা, যা আগে ৭৭৪.৫০ টাকা। মুম্বাইয়ে দাম হয়েছে ৫৭৯ টাকা, যা আগে ছিল ৭১৪.৫০ টাকা। চেন্নাইয়ে দাম হয়েছে ৫৬৯.৫০ টাকা, যা আগে ছিল ৭৬২.৫০ টাকা। ১৯ কিলোগ্রাম গ্যাসের দাম কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ে হয়েছে যথাক্রমে ১০৮৬, ৯৭৮ এবং ১১৪৪.৫০ টাকা। এই লকডাউনের মাঝে যাদের ভর্তুকিবিহীন গ্যাস প্রয়োজন তাদের জন্য সুখবর।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button