Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gas Cylinder: খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আপনার রান্নাঘরের সিলিন্ডার, নিজের হাতে গ্যাস পাল্টাতে পারবেন আপনিও

আপনার রান্নাঘরের এলপিজি সিলিন্ডার শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। এবার থেকে আয়রনের পরিবর্তে অন্য ধাতু দিয়ে এই গ্যাস সিলিন্ডার তৈরি করা হবে। এর ফলে গ্যাস ফুরিয়ে যাওয়ার পর এটা তুলতে আপনার…

Avatar

আপনার রান্নাঘরের এলপিজি সিলিন্ডার শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। এবার থেকে আয়রনের পরিবর্তে অন্য ধাতু দিয়ে এই গ্যাস সিলিন্ডার তৈরি করা হবে। এর ফলে গ্যাস ফুরিয়ে যাওয়ার পর এটা তুলতে আপনার খুব একটা অসুবিধা হবে না। এর ভারী ওজন থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন। তেল কোম্পানিগুলি এখন হালকা ওজনের উচ্চ প্রসার্য ইস্পাত সিলিন্ডার চালু করেছে। প্রচলিত সিলিন্ডারের তুলনায় এর ওজন ২০ শতাংশ পর্যন্ত কম। বিশেষ বিষয়টা হলো, এই ধরনের সিলিন্ডার সাধারণ সিলিন্ডারের থেকে অনেক বেশি নিরাপদ হবে।

একজন পরিবেশক জানিয়েছেন, বর্তমানে গ্যাস তৈরি করতে স্টিল ব্যবহার করা হয় যা অত্যন্ত শক্তিশালী এবং ভারী। এই ধরনের বিশেষ স্টিলে আয়রনের সঙ্গে মেশানো থাকে ক্রোমিয়াম, মলিবডেনাম, সিলিকন, ম্যাঙ্গানিজ, নিকেল এবং ভ্যানাডিয়ামের মত উপাদান। ফলে এই সিলিন্ডার কিন্তু অনেক বেশি চাপ সহ্য করতে সক্ষম। সহজে হয় না এই সিলিন্ডারের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এবারে যে নতুন সিলিন্ডার তৈরি করা হচ্ছে, সেগুলো কিন্তু আরো সুরক্ষিত হবে বলে জানা গিয়েছে। প্রচন্ড তাপমাত্রার মধ্যেও এই ধরনের সিলিন্ডার থেকে কোন বিপদ হবে না। এই ধরনের সিলিন্ডার নিজের আকার কিছুটা বাড়িয়ে ফেলতে পারে নিজে থেকেই। পাশাপাশি এই ধরনের সিলিন্ডার সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেকটা হালকা হওয়ায় গৃহিণীরা খুব সহজে প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার বদল করতে পারবেন। এটি লোহা বা আকরিক ভিত্তিক ইস্পাতের থেকে অনেক বেশি পরিবেশবান্ধব এবং তার সাথেই অনেক বেশি সুরক্ষিত। এর দাম বেশি কিন্তু সুবিধার কথা বিবেচনা করলে, খুব একটা বেশি দাম হবে না।

About Author