খাওয়া -দাওয়াজীবনযাপন

বিকেলে বানান মুচমুচে রসুনের চপ, সঙ্গে রাখুন মুড়ি

Advertisement
Advertisement

আপনি হয়তো জানেন রসুন যৌবন ধরে রাখার প্রধান চাবি। হ্যাঁ, এক কোয়া রসুন ধরে রাখতে পারে আপনার যৌবন। রসুনে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিনের স্বতেজতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ব্রণ কমাতে রসুনের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান খুবই উপকারী। বাতের বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য এক কোয়া রসুন খুবই উপকারী। চলুন আজ শিখবো এই রসুন দিয়ে মুখরোচক রেসিপি। সন্ধ্যে বেলা চটপট বানিয়ে নিতে পারেন গোটা রসুনের চপ। হ্যাঁ সাথে আপনি এক বাটি মুড়িও রাখতে পারেন।

Advertisement
Advertisement
  • বাজার থেকে কিনে আনুন দেশি ছোট ছোট রসুন। নিন বেসন, বেকিং পাউডার, হুলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদমত, আদা ও লঙ্কা বাটা, অল্প জল। ভাঁজার জন্য সর্ষের তেল।
  • প্রথমেই গোটা রসুন থেকে হালকা করে খোসা তুলে নিয়ে জলে ধুয়ে নিন। ছুঁড়ির ডগা দিয়ে রসুনের গা হালকা হাতে চিড়ে নিন। এরপর গরম জলে সেদ্ধ করুন গোটা রসুন। ভালো করে সেদ্ধ করে জল ঝড়িয়ে রসুন আলাদা রাখুন।
  • অন্য পাত্রে বেসন নিন, নুন, লঙ্কার গুঁড়ো ও বেকিং সোডা মিশিয়ে দিন। এরপর এতে আদা লঙ্কা বাটা দিয়ে হালকা জলে থকথকে করে গোলা বানিয়ে নিন। এরপর গোটা সেদ্ধ রসুন ওই গোলাতে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিন। ভাজুন। ব্যাস, রেডি গরম গরম রসুনের চপ। মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে নিন।
Advertisement

Related Articles

Back to top button