Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: গ্রামের গঙ্গারামের গলায় ফারহান আখতারের গান, নেট দুনিয়ায় ছড়িয়ে পরল সেই ভিডিও

রাত ৯ঃ৩০ বাজলে সকলের প্রিয় গঙ্গারামকে দেখতে বসে যান মা কাকিমারা। সহজ, সরল, মিষ্টি মধুর গান গাইতে ভালোবাসে সাধাসাধা গঙ্গা। শান্ত স্বভাবের ছেলে গঙ্গারাম। গঙ্গারামের সরলতা দেখে মা কাকিমার মনে…

Avatar

রাত ৯ঃ৩০ বাজলে সকলের প্রিয় গঙ্গারামকে দেখতে বসে যান মা কাকিমারা। সহজ, সরল, মিষ্টি মধুর গান গাইতে ভালোবাসে সাধাসাধা গঙ্গা। শান্ত স্বভাবের ছেলে গঙ্গারাম। গঙ্গারামের সরলতা দেখে মা কাকিমার মনে তিনি নানান রকমের বাংলা গান গাইতে পারে আবার তাও কোনো বাদ্যযন্ত্র ছাড়াই। আবার কারোর কাছে বাদ্যযন্ত্র বাজানো না শিখেই খুব সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে জানে গ্রামের এই সরল মানুষটি। ঘটিনাচক্রে ধনী বাড়ির মেয়ে টায়রার সাথে বিয়ে হয়। আর এরপর কি করে এদের সংসার হবে এই নিয়ে চলছে ধারাবাহিকের গল্প। তবে টায়রার প্রেমিক নানান ভাবে অপদস্ত করতে চাইছে। এদিকে নিজের গান দিয়ে সকলের মন জয় করছে গঙ্গা।

তবে এবার গঙ্গার গলায় বাসা বেঁধেছে ফারহান আখতার! হ্যাঁ ভাবছেন তো কিভাবে। এক বলিউড স্টার বাংলার সিধাসাদা বাউল গায়কের সাথে কি করে? না ফারহান অভিনীত ‘রক অন’ ছবির বিখ্যাত গান ‘সোচা হ্যায়’ গানের কথা মনে আছে। হ্যাঁ এই গানই এবার গঙ্গার গলাতে। তবে এই গাওয়ার সময় গঙ্গার পরনে রয়েছে সাদা ধুতি, লাল পাঞ্জাবি। পাশে দাঁড়িয়ে জনা কয়েক দর্শক। যাঁরা সঙ্গ দিচ্ছেন গঙ্গাকে। একটা ছোট একটি মঞ্চ সাজানো হয়েছে। কয়েক জন শ্রোতা তো আবার গঙ্গার গলাতে এই গান শুনে অবাক আবার অনেকে শুনে মুগ্ধ। দূরে দাঁড়িয়ে নায়িকা ও হাততালি দিচ্ছে মনের মানুষের গান শুনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এ গলা আসলে গঙ্গার না। আসলে এই গানের গলা তারকা ফারহান আখতারের। কিন্তু মানুষটির পরিবর্তে লিপ দিচ্ছেন। বাংলা ধারাবাহিকের নায়ক অভিষেক বসু। ‘গঙ্গারাম’ ধারাবাহিকে তিনি নামভূমিকায় অভিনয় করেন। তবে দর্শক এতদিন ধারাবাহিকে গঙ্গাকে মাটির গান শুনে অভ্যস্ত। হঠাৎ তাঁর গলাতেই ‘রক অন’-এর গান শুনেই অনেকে হতবাক। আর এরপরই শুরু ট্রোলের বন্যা মাদকের নেটদুনিয়াতে।

একজন ইউজার ধারাবাহিকে গঙ্গার গাওয়া সেই গানের অংশটুকু কেটে নতুন একটি মিম ভিডিও তৈরি করেছেন। উপরে লেখা, ‘বিশ্ব সঙ্গীত দিবস’ যেখানে গঙ্গারামের গানের পরে দেখা যাচ্ছে ফারহানের মুখ। নিজের গাওয়া গান শুনে অত্যন্ত হতাশ হয়ে পড়েছে। আর তাতেই যেন আরও বেশি ঠাট্টায় মেতে উঠেছেন নেটাগরিকরা। নেটমাধ্যমের চার দিকে এখন গঙ্গারামের এই রক অন সিনেমার গান শুনে নানানা ঠাট্টা তামাশা করছে। ভিডিও শেয়ারের সাথে সাথে ভাইরাল।

About Author