Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজলো বিয়ের সানাই, সারদা মা এবং গদাধরের বিয়ে, রাসমণির কাহিনীতে নতুন মোড়

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে (Rani Rashmoni) এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার।  সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে…

Avatar

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’তে (Rani Rashmoni) এবার গদাধরের পত্নী রূপে তাঁর জীবনে প্রবেশ ঘটতে চলেছে মা সারদার।  সিরিয়ালের পটভূমিকা অনুযায়ী ‘পাগল ঠাকুর’ গদাধর ভক্তিতে আকুল হয়ে মা ভবতারিণীর নিত্য সেবা করছেন। ধীরে ধীরে রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দিরের নাম ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবার সেই ভক্তির বৃত্তকে সম্পূর্ণ করতেই আসছেন মা সারদামণি।

‘গদাই ঠাকুর’ অর্থাৎ গদাধরের ‘কুটো বাঁধা পাত্রী’ সারদামণির বাড়ি জয়রামবাটিতে।  ছোট্ট সারদামণির সাথে বিয়ে হবে গদাধরের। ক্রমশ এগিয়ে আসবে গদাধরের ‘শ্রীরামকৃষ্ণ’ হয়ে ওঠার পর্ব। আগামী বছরের 4 ঠা জানুয়ারি থেকে 11 ই জানুয়ারি অবধি দেখানো হবে সারদামণি ও গদাধরের বিয়ের বিভিন্ন রীতি ও সাতপাকে বাঁধা পড়ার দৃশ্য। জি বাংলা চ্যানেলে দেখানো হচ্ছে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের ‘সারদামণি-গদাধর’-এর বিয়ের প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে, লাল বেনারসি ও চন্দন পরে সেজেছেন বালিকা সারদামণি।  অপরদিকে গদাধর নিজের গলায় নিজেই মালা দিয়ে গান গেয়ে নাচ করতে করতে এসে পৌঁছালেন সারদামণির বাড়ি জয়রামবাটিতে।  গদাধরের সঙ্গে রয়েছেন অন্য বরযাত্রীরা। বরকে বরণ করার সময় দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বর দেখেন সারদামণি। প্রোমোতে দেখানো হয়েছে সিঁদুরদানের দৃশ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গদাধরের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা সৌরভ সাহা।  এবার তাঁর স্ত্রী সারদা দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন অয়ন‍্যা চট্টোপাধ্যায়। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের কাহিনী এবার এগিয়ে চলেছে যুগ সন্ধিক্ষণের দিকে।

এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’। ‘করুণাময়ী রানী রাসমণি’র টিআরপি রেটিং এখন 11। তবে গত সপ্তাহে 10.6 রেটিং নিয়ে তৃতীয় স্থানে ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’। এবার দর্শকরা অপেক্ষায় রয়েছেন গদাধর-সারদামণির বিয়ের দৃশ্য দেখার।

About Author