Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গদর’-এর সিক্যুয়েল আসছে রুপোলী পর্দাতে, অভিনয়ে সানি দেওল ও আমিশা প্যাটেল

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি 'গদর এক প্রেম কথা'। এই সিনেমা বলিউডের বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। সানি দেওল, অমৃতা প্যাটেল অভিনীত সেই ছবি জায়গা করে নিয়েছে…

Avatar

By

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর এক প্রেম কথা’। এই সিনেমা বলিউডের বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। সানি দেওল, অমৃতা প্যাটেল অভিনীত সেই ছবি জায়গা করে নিয়েছে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে। কিছুদিন আগেই এই জনপ্রিয় ছবি ‘গদর’ ২০ বছরে পা দিয়েছিল। এই ছবি সেই সময় আমির খান অভিনীত ‘লাগান’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছিল। আজ ও বহু সিনেমাপ্রেমী এই সিনেমা দেখতে পছন্দ করেন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিচালক অনিল জানিয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি তিনি ফের একবার ‘গদর’ সিনেমার সিক্যুয়েল বানাতে চান। তবে এই গল্পে কিংবা চিত্রনাট্যে বিন্দুমাত্র কোনও পরিবর্তন আনতেন না। পরিচালক আরও দাবি করেন, এই ছবিটি এই সময় শুধু সুপারহিটই হতো না বরং তখনকার বক্স অফিসের রেকর্ড ক্রস করতো। তাঁর মতে ‘গদর’ এর গল্প আজ ও খুবই বাস্তবিক এল সমানভাবে প্রাসঙ্গিক। যুক্তি হিসেবে তিনি বলেন,’ ‘রামায়ণ’ এর গল্পের কিছু নির্যাস এই ছবিতে আগের বার ছিল। যেমন শ্রীরামের উদাহরণ দিয়ে বলেছেন রামচন্দ্র একদিন দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কা পাড়ি দিয়েছিলেন, ঠিক সেই ব্যাপারটি এই সিনেমাতে দেখানো হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘গদর ২’ এর সিক্যুয়েল পুনরায় বানানো হবে কিনা এই নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সেই সব ধোঁয়াশা পিছনে ফেলে দিয়ে চিত্রনায়ক অনিল শর্মা ‘গদর ২’ এর সিক্যুয়াল বানানোর পরিকল্পনা সেরে ফেলেছেন। যদিও এটিতে দেখা গেছে যে অনেক চলচ্চিত্র নির্মাতারা পুরোনো ব্লকবাস্টার চলচ্চিত্রের সিক্যুয়ালে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন। সে কারণেই অনিল এই সিক্যুয়ালটির সেট আপটিকে সকলের তুলতে কোনও কসরত রাখছেন না।

প্রতিবেদন অনুসারে নির্মাতারা এই সিনেমার সিক্যুয়েলে মূল অভিনেতা অভিনেত্রী হিসেবে সানি ও আমিশা এবং তাঁর ছেলে, উৎকর্ষ শর্মা হিসেবস থাকবেন। উৎকর্ষ শর্মাকে এবারে শাকিনা ও তারা সিংহের বড় ছেলে হিসাবে দেখা যাবে। তবে কবে থেকে এই সিক্যুয়েলের শ্যুটিং শুরু হবে তা এখনো জানা যায়নি।

About Author