শ্রেয়া চ্যাটার্জি- টিকটক ভিডিও যে সব সময় বিরক্তিকর হয় তাহলে, ২৬ বছর বয়সী লুধিয়ানার একজন পুলিশ কনস্টেবল আজাইব সিং, লাক্কার ব্রিজের কাছে একজন অভুক্ত মানুষকে খাবার দিচ্ছিলেন। সেটা তিনি টিকটক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন। ২০১৮ সালে শুনতে এবং কথা বলতে একটু অসুবিধা হয়, রোদ্দাম ভেংকটেশ্বর নামে এক দরিদ্র মানুষের, তিনি দু’বছর আগে নিরুদ্দেশ হয়ে ছিলেন।
কোথাগুদেম জেলায় ভদ্রাদ্রিতে তিনি থাকতেন। কিন্তু এই পুলিশ অফিসারের টিকটক ভিডিও জন্যই দু’বছর পরে দরিদ্র মানুষটি তার পরিবারকে ফিরে পেল। আজাইব এই ভদ্রলোককে খাবার দিচ্ছিলেন, আর তার ভিডিওই তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এই মানুষটির ছেলে জানান, “আমার বাবা আমাকে দেখে কেঁদে ফেলেছিলেন। দু বছর আগে যখন তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, তাকে যে পুনরায় ফিরে পাবো এমন আশাটাও আমরা হারিয়ে ফেলেছিলাম।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now@goldypp99##punjabpolice ##virelvideos ##ranglapunjab ##waheguru♬ original sound – ਸਮਰੱਥ ਰੰਧਾਵਾ???
বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সে একটি ট্যাক্সিও ভাড়া করেছে। হত দরিদ্র মানুষটি একসময় লেবার হিসেবে কাজ করতেন, যার চারটি সন্তান। ভিডিওটি দেখে এই ভদ্রলোকের কন্যা প্রথম চিনতে পারেন তার বাবাকে। তারপর স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করে শেষ পর্যন্ত ফিরে পান বাবাকে। এই দু বছর ধরে তিনি একটা ব্রিজের নিচে সারাদিন সময় কাটাতেন। দুবছর পরেই বাবা ফিরে এলেন তার সন্তানদের কাজ। সোশ্যাল মিডিয়াকে সবসময় দোষারোপ করা ঠিক নয়, এমন ঘটনা বোধ হয় এটাই প্রমাণ করে।