মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপনে বলা হয়, ‘Mutual Fund investments are subject to market risk’, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি দীর্ঘদিনের জন্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায় তবে এই ঝুঁকির পরিমাণ অনেকটাই কম থাকে। মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে থাকে।
বিশেষজ্ঞদের মতে যারা এই মুহুর্তে তাদের কেরিয়ারের শুরুর দিকে আছে তাদের জন্যে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান খুবই উপকারী একটি প্ল্যান। দীর্ঘদিনের জন্যে এই প্ল্যানে ১৫-১৭% রিটার্ন আসে। বিশেষজ্ঞরা বলছেন ইকুইটি মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে ১৫-১৭% রিটার্ন অবশ্যই পাওয়া যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এই সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ১ লা এপ্রিল থেকে বড়সড় বদল
মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ কার্তিক জাভেরির মতে যদি ২০ বছরের জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করা যায় তাহলে অবশ্যই শেষে ১৫-১৭% রিটার্ন অবশ্যই পাওয়া যাবে। যদি ২৫ বছরের জন্য ৩,০০০ টাকা মাসিক এসআইপি ধরে নেওয়া যায়, এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ১৫% বার্ষিক রিটার্ন পান তাহলে মাসিক ৩,০০০ টাকার এসআইপি হয়ে যাবে ৯৭ লক্ষ ৩০ হাজার ৫৮৯ টাকা। একই টাকা যদি বার্ষিক ১৭% রিটার্নের এসআইপিতে রাখেন তাহলে ২৫ বছরে ১ কোটি ৪১ লক্ষ ৯৭ হাজার ৮৭৯ টাকা হবে। সুতরাং দিনে মাত্র ১০০ টাকা করে জমিয়ে পেয়ে যান কয়েক কোটি টাকা।