Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বাস্থ্য থেকে জীববৈচিত্র্য, ৫ টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে নতুন ঘোষণার করেন। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে এই নিয়ে টানা ৭ বছর ভাষণ দিলেন তিনি। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা গুলি হল:…

Avatar

প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে নতুন ঘোষণার করেন। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে এই নিয়ে টানা ৭ বছর ভাষণ দিলেন তিনি।

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা গুলি হল:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন: প্রত্যেক ভারতীয় একটি স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। ভারতীয় নাগরিকরা কোনও ডাক্তার বা কোনও ফার্মাসিতে গেলে আপনার প্রোফাইলে এই জাতীয় কার্ডটিতে সমস্ত কিছু তথ্য তুলে রাখা হবে।

২. কৃষিক্ষেত্রের জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল: কৃষকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এক লক্ষ কোটি টাকার একটি কৃষি পরিকাঠামো তহবিল তৈরি করা হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩. ডলফিন প্রকল্প: ব্যাঘ্র প্রকল্প ও হস্তি প্রকল্পের আদলে ভারতে শীঘ্রই গঙ্গার ডলফিন সংরক্ষণের জন্য একটি প্রকল্প চালু করা হবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতি সংরক্ষণের জন্য ১০ ​​বছরের প্রকল্প গঠন করা হবে।

৪. মেক ফর ওয়ার্ল্ড: মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি ভারতীয় পণ্যগুলি বিশ্ব বাজারে উপলব্ধ করা হবে। এর জন্য গড়ে তোলা হবে মেক ফর ওয়ার্ল্ড প্রকল্প, জানালেন প্রধানমন্ত্রী।

৫. ১০০০ দিনের মধ্যে অপটিকাল ফাইবার নেটওয়ার্ক: আগামী এক হাজার দিনের মধ্যে, দেশের প্রতিটি গ্রাম অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হবে, এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘২০১৪ সালের আগে কেবল পাঁচ ডজন গ্রাম পঞ্চায়েত অপটিক্যাল ফাইবারের সাথে সংযুক্ত ছিল। গত ৫ বছরে দেড় লক্ষ গ্রাম পঞ্চায়েত অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হয়েছে। আগামী ১০০০ দিনের মধ্যে, দেশের প্রতিটি গ্রাম অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হবে।’

About Author