Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনব উদ্যোগ মুম্বাইয়ের এক সংস্থার, বাড়ির দরজায় রাখা হচ্ছে টাটকা সবজি ও ফল

শ্রেয়া চ্যাটার্জি - করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি, ভারতবর্ষের অবস্থাটা একই রকম। সকলেই ঘরের মধ্যে ঢুকে আছেন বাধ্য হয়ে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এরকম…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি, ভারতবর্ষের অবস্থাটা একই রকম। সকলেই ঘরের মধ্যে ঢুকে আছেন বাধ্য হয়ে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এরকম পরিস্থিতিতে মুম্বাইয়ের প্রায় ৫০০ চাষী কে নিয়ে এক নতুন উদ্যোগ শুরু করেছেন এক সংস্থা। বাক্সের মধ্যে ভরছেন টাটকা ফল এবং সবজি। ‘agrify organic solution’ এই এই অভিনব উদ্যোগ টি শুরু করেছেন। এই সংস্থার ভলেন্টিয়াররা সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন এই টাটকা ফল ও সবজির বাক্স।

বাক্সটির মধ্যে আপনি ১১ কিলো নানান রকমের ফল ও সবজি পাবেন। যার দাম ৬৫০ টাকা। এরমধ্যে রয়েছে আলু, টমেটো, পেঁয়াজ ছাড়াও বিট, গাজর, কড়াইশুটি, বাঁধাকপি, শসা ধনেপাতা, লেবু, এমনকি ফলের মধ্যে রয়েছে পেঁপে, আঙুর, পেয়ারা, কমলালেবু এবং আরো অনেক ফল। তারা ৫০০ টাকার আর একটি বাক্স প্রস্তুত করেছেন, যেখানে অবশ্য ফল নেই রয়েছে শুধু সবজি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনব উদ্যোগ মুম্বাইয়ের এক সংস্থার, বাড়ির দরজায় রাখা হচ্ছে টাটকা সবজি ও ফল

এর ফলে চাষিরাও এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং গুদামঘর গুলো মালপত্র ঠাসা থাকতো, পরবর্তীকালে অনেক সময় সেগুলো নষ্ট হতো, কিন্তু এই প্রচেষ্টা নেওয়ার ফলে গুদামঘর গুলো ক্রমশ খালি হতে থাকে। সজন মাল পরিবহন যোগ্য ট্রাক পুরো মেট্রো সিটিতে ২৫০০ টি বাক্স নিয়ে ক্রমাগত ঘুরে বেড়ায়। টাকা-পয়সার লেনদেন হচ্ছে সবটাই ডিজিটাল মাধ্যমে গুগল পে, পেটিএম এর মাধ্যমে। তবে এত বেশি অর্ডার আসছিল সেই অনুযায়ী তারা যোগান দিতে না পারায় ৩১শে মার্চ তারিখ পর্যন্ত তাদের পরিষেবা বন্ধ আছে, তবে পয়লা এপ্রিল থেকে তারা আবার তাদের পরিষেবা শুরু করবে বলে এমনটাই জানিয়েছে।

এতে সাধারণ মানুষ তো বটেই বিশেষত যে সমস্ত বাড়িতে বৃদ্ধ মানুষজন বাস করেন, তারা বেশি করে উপকৃত হবেন আশা করা যায়। এই সংস্থাটির এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। এর ফলে চাষীরা উপকৃত হচ্ছেন, তাদের সবজিও পচে নষ্ট হচ্ছে না এবং সাধারন মানুষের দরজার কাছেও পৌঁছে যাচ্ছে তাদের কেও কষ্ট করে বেরোতে হচ্ছে না। সত্যিই এক অভিনব উদ্যোগ।

About Author