আন্তর্জাতিকনিউজ

চীনের আগে করোনা ছড়িয়েছিল এই দেশে, চাঞ্চল্যকর দাবি গবেষকের

Advertisement
Advertisement

চীনে নয়, সর্বপ্রথম করোনা ভাইরাস ছড়িয়েছিল ফ্রান্সে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ফ্রান্সের এক চিকিৎসক। ওই চিকিৎসকের এই দাবি সত্যি হলে ইউরোপে যে সময় করোনা ভাইরাস ছড়িয়েছে বলা হচ্ছে তার অনেক আগেই তা পৌঁছে গিয়েছিল ফ্রান্সে। গতবছরের ৩১শে ডিসেম্বর অর্থাৎ ৩১/১২/২০১৯ এই তারিখে চীনের উহানে নিউমোনিয়ার মতো লক্ষণের একটি রোগ ছড়াতে দেখে WHO সতর্ক করেছিল। কিন্তু তার আগে ২৭শে ডিসেম্বর প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালে একই লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিলেন এক রোগী। সেই রোগীই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত বলে মনে করছেন ওই চিকিৎসক।

Advertisement
Advertisement

প্যারিসের কাছাকাছি অভিসেইন এন্ড জিন-ভার্দিয়ার হাসপাতালের চিকিৎসক ডা. ইভেস কোহেন জানিয়েছেন, “প্যারিসের উত্তর-পূর্বের বোবিনির বাসিন্দা আমিরুচে হামার নামে ৪৩ বছরের এক ব্যক্তি ২৭শে ডিসেম্বর, ২০১৯ তারিখে হাসপাতালে ভর্তি হন নিউমোনিয়ার লক্ষণ নিয়ে। জ্বর, শুষ্ক কাশি এবং প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। সম্প্রতি সেই সময় নেওয়া ওই ব্যক্তির লালারস পরীক্ষা করা হয় এবং তাতে করোনা পজিটিভ পাওয়া যায়।” ড. কোহেন আরও জানিয়েছেন, “১৪ থেকে ২২শে ডিসেম্বরের মধ্যে ওই রোগী করোনা আক্রান্ত হন এবং ২৭শে ডিসেম্বর হাসপাতালে আসেন। অর্থাৎ ১৪ দিনের কাছাকাছি সময় তাঁর করোনার লক্ষণ প্রকাশ পায়।”

Advertisement

২৪শে জানুয়ারি ফ্রান্সে প্রথম করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়, যার মধ্যে দুজন উহান ঘুরতে গেছিলেন। কিন্তু ওই চিকিৎসকের দাবি যদি সত্যি হয় তাহলে চীনে ভাইরাস ছড়ানোর আগেই তা ইউরোপে ছড়িয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button