Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চারটি সিরিজে, সত্যি ঘটনার গল্প নিয়ে আসছে ইউনিটি পিকচারস

চিত্রগ্রহণে রয়েছেন তুহিন দাশগুপ্ত এবং পরিচালনায় রয়েছেন ইন্দ্রনীল ব্যানার্জি এবং চারটি সিরিজের গল্প লিখেছেন তারা। এখানেই শেষ নয় ইন্দ্রনীল আগের কাজ গুলোর মত এটাতেও মিউজিকের এডিট এবং ডিস্ট্রিবিউশনের ও দায়িত্ব…

Avatar

চিত্রগ্রহণে রয়েছেন তুহিন দাশগুপ্ত এবং পরিচালনায় রয়েছেন ইন্দ্রনীল ব্যানার্জি এবং চারটি সিরিজের গল্প লিখেছেন তারা। এখানেই শেষ নয় ইন্দ্রনীল আগের কাজ গুলোর মত এটাতেও মিউজিকের এডিট এবং ডিস্ট্রিবিউশনের ও দায়িত্ব নিয়েছেন।

গল্পগুলি ৫ মিনিটের, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এবং দর্শকের সামনে চারটি এপিসোডে ভাগ করে দেখানো হবে। রবিবার রাত আটটায় ইউনিটি পিকচারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এগুলি দর্শকদের সামনে আনা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরপর পাঁচটি অ্যাওয়ার্ড পাওয়ার পরে, এই চারটি ছোট ছোট ছবি নিয়ে আবারও আসছে ইউনিটি পিকচারস। আশা করে যাচ্ছে এগুলো দর্শকদের মন কেড়ে নেবে।

চারটি সিরিজে, সত্যি ঘটনার গল্প নিয়ে আসছে ইউনিটি পিকচারস

প্রথম এপিসোড টির নাম দেওয়া হয়েছে ‘বেস্ট এভিল ক্রিসমাস’, পরের এপিসোড টির নাম দেওয়া হয়েছে ‘ডুম ডেস্টিনেশন’, তিন নম্বর এপিসোড এর নাম দেওয়া হয়েছে ‘মুড়িঘন্ট’ এবং সর্বশেষ এপিসোডটি নাম ‘লক্ষী’।

এই চারটি এপিসোডেই যারা কাজ করেছেন তাদের একটি বৈশিষ্ট্য আছে, তারা প্রত্যেকেই নবাগত। নবাগত হলে কি হবে, তারা কাজে কিন্তু বেশ পাকাপোক্ত। তবে এই ছোট ছোট সিরিজগুলো দেখে দর্শকদের মনে বেশ ভয়ের সঞ্চার হবে, কারণ এই গুলি হল হরর সিরিজ।

About Author