নদীতে শুরু হয় চারটি বাঘ এবং একটি হাঁসের তুমুল লড়াই, ভাইরাল ভিডিও

Advertisement

Advertisement

জঙ্গল সাফারি বলতে আমরা এক রোমাঞ্চকর ট্রাভেল এর কথা মনে পড়ে। চিড়িয়াখানায় বন্ধ অবস্থায় আমরা অনেক পশুপাখি দেখে থাকি। কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী দেখার মজাই আলাদা। জঙ্গল সাফারি মধ্যে আলাদা একটি রহস্য রোমাঞ্চ লুকিয়ে আছে। এবং জঙ্গল সাফারিতে হয়ে থাকে নানা ধরনের অভিজ্ঞতা। জঙ্গলে মনের আনন্দে নিজের রাজত্বে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা এবং করছে নানান ধরনের আচরণ যা দেখে মন ভরে যায় পর্যটকদের। তবে যারা জঙ্গল সাফারি করে উঠতে পারে না তারাও বর্তমানে বন্যপ্রাণীদের আচরণ দেখা থেকে পিছিয়ে থাকে না সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একের পর এক ভিডিও। ভিডিওর মাধ্যমে মানুষ আজকাল ঘরে বসেই দেখতে পায় জঙ্গলে বন্য প্রাণীদের বিভিন্ন রকম আচরণ। এইজন্যেই মানুষের অজানা কাহিনী সন্ধান একমাত্র সোশ্যাল মিডিয়ায় দিতে পারে। এবং অন্যতম বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়া।

Advertisement

বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আরো এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে আমরা দেখতে পাই এবার একটি মাত্র ছোট্ট হাঁস এবং চারটে বাঘের লড়াই। যেখানে দেখা যায় একটি নদীতে চারটি বাঘ একটি হাঁসকে শিকার করতে নামে। কিন্তু হাঁসটিকে কিছুতেই ধরতে পারে না। যত বার চারটি বাঘ মিলে হাঁসটিকে ধরতে চায় ততবার হাঁসটি ডুব দিয়ে অন্য দিকে চলে যায়, বাঘ গুলি ঝাঁপ দিয়ে ধরতে গেলেই হাঁসটি ডুব দিয়ে অন্য দিকে চলে গিয়ে আবার ভেসে ওঠে। এইভাবে চারটি বাঘ মিলে ওই ক্ষুদে হাঁস টি ধরার লড়াই চলতে থাকে।

Advertisement

কিন্তু শেষ পর্যন্ত চারটি বাঘ মিলেও ওই হাঁসটির শিকার করতে পারল না। বেশ অনেক্ষণ সময় ধরে চলল তাদের মধ্যে লড়াই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় ঝড়ের গতিতে। নেটিজেনরা বাঘ এবং হাঁস এর লড়াই দেখে অবাক হয়ে যায়।

Advertisement

Recent Posts