Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অধিনায়ককে হারাতে চলেছে চেন্নাই সুপার কিংস, এই কারণে আইপিএলে থাকবে না মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে। চলতি মাসের ২৬ তারিখে আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, আইপিএলের প্রথম অংশের কয়েকটি ম্যাচে চেন্নাই সুপার কিংস তাদের…

Avatar

আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে। চলতি মাসের ২৬ তারিখে আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, আইপিএলের প্রথম অংশের কয়েকটি ম্যাচে চেন্নাই সুপার কিংস তাদের সফলতম অধিনায়ককে হারাতে চলেছে। অর্থাৎ আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলবেননা মহেন্দ্র সিং ধোনি। জানা গেছে, পিঠে মর্মান্তিক ব্যথার জন্য সাড়ে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে মহেন্দ্র সিং ধোনির ফিজিশিয়ান। সাড়ে চার সপ্তাহ বিশ্রামে থাকলে আইপিএল শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন মহেন্দ্র সিং ধোনি। বিষয়টি নিয়ে বর্তমানে বেশ চিন্তিত চেন্নাই সুপার কিংস শিবির।

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ইতিহাসে সাফল্য ঈর্ষণীয়। বিশ্বব্যাপী যে কোন ক্রিকেটারের এখন স্বপ্ন মহেন্দ্র সিং ধোনির মতো নেতৃত্ব প্রদান করা। বিশ্বের সবচেয়ে সফলতম অধিনায়কদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নাম উপরের সারিতে লেখা রয়েছে। ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় ক্রিকেটের সমস্ত ফরম্যাটে শিরোপা অর্জন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমনকি জাতীয় দলের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগেও অন্যতম সফল অধিনায়ক তিনি। আইপিএলের ইতিহাসে তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস সর্বাধিকবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, মেগা নিলামের পূর্বে মহেন্দ্র সিং ধোনিকে ১২ কোটি টাকা ব্যয় করে দলে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ইতিপূর্বে হাতে চোট পেয়ে ইতিমধ্যে জাতীয় দল থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান অস্ত্র দীপক চাহার। আইপিএল শুরুর পূর্বে দুই প্রধান অস্ত্র হারালো চেন্নাই শিবির। আপনাদের জানিয়ে রাখি, মেগা অকশন থেকে ১৪ কোটি টাকা ব্যয় করে দীপক চাহারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছে, মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে চেন্নাই শিবিরের নেতৃত্ব দেবেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যাকে সর্বাধিক ১৬ কোটি টাকা মূল্যে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। এখন দেখার বিষয় হলো আইপিএলের প্রথম ম্যাচে কেমন বিকল্প নিয়ে মাঠে নামতে চলেছে।

About Author