Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালনের প্রস্তুতি তুঙ্গে, উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে রাজ্যপাল

কলকাতা: আগামিকাল, বুধবার, ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। আর সেই উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যাবে…

Avatar

কলকাতা: আগামিকাল, বুধবার, ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। আর সেই উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যাবে রাজ্যপাল জাগদীপ ধনকরকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ থেকে ৩০ জন বিশেষ অতিথি ইতিমধ্যেই শহরে পা রেখেছেন। সব মিলিয়ে অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আজ, মঙ্গলবার ফোর্ট উইলিয়াম জুড়ে সাজো সাজো রব। তবে অনুষ্ঠান করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে পালন করা হবে বলেই ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর, ১৯৭১ ৷ বিকেল সাড়ে চারটে৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করলেন পাক সেনা প্রধান নিয়াজি ৷ মুক্তিযুদ্ধে বিজয়৷ সাফল্য এসেছিল ভারতীয় সেনার৷ তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর৷ কিন্তু, আজও ম্লান হয়নি সেদিনের স্মৃতি। প্রতি বছর এই দিনটি পালন করা হয় সেনার বিজয় দিবস হিসাবে। তবে এবার উৎসবটা একটু অন্যরকম। জাকজমকপূর্ণ থাকলেও থাকবে সামাজিক দূরত্ববিধিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রত্যেক বছরের মতো এ বছরও বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা এসেছেন এই বিশেষ অনুষ্ঠানে শামিল হতে। ৩০ জন মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। বিজয় দিবস পালনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়, সেই বার্তাই প্রত্যেক বছর দেওয়া হয় এ বছর তার অন্যথা হল না। বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়মে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের যুদ্ধ গাড়ি রাখা হয়েছে, যা ব্যবহার করা হয়েছিল একাত্তরের যুদ্ধে। সব মিলিয়ে পুরনো স্মৃতিকে স্মরণ করিয়ে আগামী দিনে শত্রু দমন করার নিরিখে যাতে ভারতীয় সেনাবাহিনী আরও এক্ক্ধাপ নির্ভয়ে এগিয়ে যেতে পারে, তার অনুপ্রেরণা জোগানোই এই বিজয় দিবস পালনের মূল উদ্দেশ্য।

About Author