রিনি যে কিনা নিজের টুকাই দার সাথে কাউকে ভাগ করে নিতে চায়না। টুকাই দার বিয়ে হয়ে গেলেও উর্মিকে সরাতে চায় এই রিনি। তার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন এও রিনিই হল উর্মির জীবনের আসল ভালোবাসার মানুষ। আবার রিনিও নিজের টুকাই দাকে ভুলে উর্মির কাছে চলে গেলেন। বা এদের মিল বাস্তবে এখনো হয়নি পুরোটাই পর্দার পিছনে৷ রিলে শত্রু হলেও বাস্তবে দুজনে খুব ভালো বন্ধু।বাস্তবে অন্বেষা এবং মিশমি দুজনেই খুব ভালো বন্ধু, একে অপরকে খুব ভালোবাসেন। তাই ধারাবাহিকের শুটিংয়ের মাঝে একে অপরের সাথে কোয়ালিটি সময় অতিবাহিত করেন। এরকমই শ্যুটিং এর মাঝে বিছানায় শুয়ে একে অপরকে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করে মিশমি এবং অন্বেষা। আর সাথে লিখলেন, সাত্যকি এবং টুকাই দা কে আর দরকার নেই তাদের। এই দুই বন্ধুর ভালোবাসা আর খুনসুটি দেখে নেট নাগরিকরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
সাত্যকিকে ভুলে, উর্মির জীবনে নতুন ভালোবাসার মানুষ নিজেই জানালেন সে কথা
জি বাংলায় উর্মি আর সাত্যকির বিয়ে, বৌভাত আর রিসেপশান নিয়ে কয়েক সপ্তাহ ছিল বেশ জমজমাট। এবার নর্থ পোল আর সাউথ পোলের সংসার কেমন হয় সেটাই দেখার। দুজন যতই ঝগড়া করুক…

By

আরও পড়ুন