বৃহস্পতিবার দিল্লিতে বিদেশমন্ত্রক আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত দিল্লি আসছেন না। সূত্রের খবর, বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছে।
নতুন কোন দিনক্ষণ ঘোষণা না করায় জল্পনা বাড়ছে। নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ সংসদে পাস হওয়ায় মুসলিম প্রধান বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও ভারতের বিদেশমন্ত্রক সূত্রে তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনাগরিকত্ব সংশোধনী বিল পাসের সঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক নেই জানিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ কারণে ভারত সফর স্থগিত করেছেন সে দেশের বিদেশমন্ত্রী। তিনি ১৬ ডিসেম্বর দেশের বিজয় দিবস উপলক্ষ্যে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন। কাছাকাছি সময়ে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় অনেকেই সেটাকে কারণ হিসেবে দেখাতে চাইছেন। তবে এর সাথে সফর বাতিলের কোন সম্পর্ক নেই।’