কলকাতানিউজ

মেট্রো টানেল পরীক্ষা করতে বিদেশি বিশেষজ্ঞরা কলকাতায়!

Advertisement
Advertisement

রাজীব ঘোষ: বৌবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের কারণে এলাকায় বিরাট বিপর্যয় হয়েছে।এলাকার প্রায় সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে।শুধু তাই নয়, একটা একটা করে বাড়ি ধসে পড়ে যাচ্ছে।সমস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।বৌবাজার বিপর্যয় পরীক্ষা করতে এবার বিদেশ থেকে সুড়ঙ্গ বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে।তারা বৌবাজারের মেট্রো টানেলের সব কিছু পরীক্ষা করে দেখবেন।হংকং থেকে এসেছেন জন এনরিকর্দ।ইনি একজন মাটি বিশেষজ্ঞ।বৌবাজার এলাকার মাটি পরীক্ষা করে দেখবেন তিনি।তার সঙ্গে এসেছেন ডা:পিছুমনি।তিনি সুড়ঙ্গ বিশেষজ্ঞ।আইআইটি-র আমন্ত্রিত লেকচারার তিনি।

Advertisement
Advertisement

আরেক জন সুড়ঙ্গ বিশেষজ্ঞ জে ব্রিজ ক্রিস্টোফার হল এসেছেন।আন্তর্জাতিক স্তরে সুড়ঙ্গ বিশেষজ্ঞ হিসেবে তার যথেষ্ট খ‍্যাতি রয়েছে।তারা বৌবাজারের মেট্রোর কাজ পরীক্ষা করবেন।মাটি পরীক্ষার পরেও এভাবে কী কারণে ধস নামলো, সেই বিষয়ে জানতে চান মেট্রোর বিশেষজ্ঞরা।টানেলের ভিতরে জল দেওয়া শুরু হচ্ছে।মাটির জল আটকানোর জন্য টানেলে জল দিয়ে চাপ তৈরী করে আটকাতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।ইতিমধ্যে বৌবাজারের ১১ টি বাড়ি বিপজ্জনক ঘোষণা হয়েছে।আদালতের নির্দেশে বিপজ্জনক বাড়ির ভিতর থেকে মূল্যবান সামগ্রী বের করছে বাসিন্দারা।সেখানে পুলিশ, প্রশাসনের আধিকারিকরা উপস্হিত রয়েছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button