Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইতিহাসে এই প্রথম, এবছর অনুমতি দেওয়া হল না পুরীর রথযাত্রা

করোনার থাবা এসে পড়ল পুরীর রথযাত্রায়। রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষ ভিড় করেন পুরীতে। নিয়ম মতো জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন। কিন্তু এবছর করোনার জন্য বন্ধ হলো সবকিছু। এর ওপর…

Avatar

করোনার থাবা এসে পড়ল পুরীর রথযাত্রায়। রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষ ভিড় করেন পুরীতে। নিয়ম মতো জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন। কিন্তু এবছর করোনার জন্য বন্ধ হলো সবকিছু। এর ওপর স্থগিতাদেশ আরোপ করল সুপ্রিম কোর্ট। এবারে আর গুণ্ডিচা মাসির বাড়ি যাওয়া হলো না। সুপ্রিম কোর্ট আদেশ দিল জনস্বাস্থ্য এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এবারে আর পুরীর রথযাত্রা অনুমতি দেওয়া যাবে না।

করোনা ভাইরাস থেকে বাঁচতে একমাত্র ওষুধ হল সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু এখানে প্রতিবছর এত লোকের সমাগম হয় যে, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তারা যদি এবছর রথ যাত্রার অনুমতি দেন, স্বয়ং ভগবান জগন্নাথের তাদের ক্ষমা করবেন না। এমনিতেই ভারতবর্ষে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণ আক্রান্তের সংখ্যা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার মধ্যে এত বিশাল জনসমাগম কিছুতেই হতে দেওয়া যায় না। মানুষের প্রাণের কথা মাথায় নিয়ে আপাতত এই বছরের মতো স্থগিত এমন ঐতিহ্যবাহী, প্রাচীন রথযাত্রা। অপেক্ষা সেই পরের বছরের। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এবছর টা যেন আস্তে আস্তে সেরে ওঠে। সবাই সুস্থ থাকুক, পরের বছর সকলে মিলে আবারও পালন করা যাবে এমন উৎসব।

About Author