Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BIG NEWS: রেশন কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল খাদ্য দপ্তর! জানুন খুঁটিনাটি, নাহলে বিপাকে পড়তে পারেন

এবার রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের নির্দেশ দিল খাদ্য দপ্তর। এই কাজটি রেশন ডিলারদেরই করতে হবে বলে জানিয়েছে তারা। এর জন্য অবশ্য ডিলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে খাদ্য দপ্তর। আগামী ১৬…

Avatar

এবার রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের নির্দেশ দিল খাদ্য দপ্তর। এই কাজটি রেশন ডিলারদেরই করতে হবে বলে জানিয়েছে তারা। এর জন্য অবশ্য ডিলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে খাদ্য দপ্তর। আগামী ১৬ অক্টোবর থেকে মহকুমা ভিত্তিক এই প্রশক্ষিণ পর্ব শুরু হবে। যা চলতি মাসের শেষ অর্থাৎ অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত চলবে বলে জানা গেছে। কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা যায়, মূলত তারই প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে।

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, খাদ্য সুরক্ষার অধীনে বর্তমান রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ নভেম্বর মাসের মধ্যেই শেষ করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন গ্রাহকদের ক্ষেত্রে বিশেষ অভিযানের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে আধার সংযোগের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে খাদ্য দপ্তর। রেশন ডিলারদের কাছে ই-পাস মেশিনে গ্রাহকদের আঙুলের ছাপ ও আধার নম্বর নথিভূক্ত করতে বলা হয়েছে। পুজোর আগে রেশন ডিলারদের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী।

About Author