একেবারে বাম্পার অফার। শুরু হতে চলেছে Flipkart Big Billion Days Sale। তার আগেই ফোনের ওপর রয়েছে বড় ছাড়। যার সুবাদে ৪৯ হাজার ৯৯৯ টাকার ফোন কিনে নিতে পারবেন ১২ হাজার ৩৯৯ টাকায়। নতুন এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
Motorola Edge 30 Ultra 5Gমটোরোলার এই স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা হতে পারে। কারণ, এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ৫০ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অর্থাৎ এই ফোনের রিয়ারে পাবেন তিনটি ক্যামেরা। এছাড়াও সেলফির জন্য রয়েছে ৬০ মেগাপিক্সেলের শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা। এতে ১২ গিগাবাইট পর্যন্ত RAM এবং ২৫৬ GB পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ফোনটিতে পাওয়া স্ক্রিন সাইজ ৬.৬৭ ইঞ্চি, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরে সজ্জিত এই ফোনে পেয়ে যাবেন ৪৬১০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি। এতে রয়েছে ১২৫ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট।

কীভাবে এত কম দামে কিনতে পারবেন এই ফোন?আসলে এমনিতে ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনতে গেলে প্রায় ৫০ হাজার টাকা খরচ করতে হবে। কিন্তু কেউ যদি এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে চান তাহলে দাম কম পড়বে অনেকটাই। নিজের পুরনো ফোনের বিনিময়ে কিনতে পারবেন Motorola Edge 30 Ultra 5G। পুরনো ফোনটি কোম্পানির ভালো লাগলে নতুন ফোনের ওপর পেয়ে যাবেন ৩৭ হাজার ৬০০ টাকার ডিসকাউন্ট। এছাড়াও আরো সুবিধা রয়েছে। কেউ চাইলেন ব্যাংক অফারের মাধ্যমেও প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্টফোন অনলাইন থেকে কিনে নিতে পারবেন।